দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- প্রতীক্ষার অবসান, আগামী সপ্তাহেই চালু হতে চলেছে শিয়ালদাহ মেট্রো | সপ্তাহ শুরুর প্রথম দিনে সোমবার, ১১ জুলাই শিয়ালদহ মেট্রোর শুভ উদ্বোধন| তার ২ দিন বাদে ১৪ জুলাই, বৃহস্পতিবার থেকেই শুরু যাত্রী পরিষেবা বলে সূত্রের খবর | শিয়ালদহ মেট্রো স্টেশন চালু করার জন্য কমিশনার অফ রেলওয়ে সেফটির তরফ থেকে দেওয়া ছাড়পত্রের মেয়াদ গত ২৫ জুন শেষ হয় | সেই সময়ের মধ্যে শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হয়নি | এরপর পুনরায় মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে অনুমোদন চাওয়া হয় কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে | ১ জুলাই কমিশন অফ রেলওয়ে সেফটি পুনরায় শিয়ালদহ মেট্রো স্টেশনের ছাড়পত্র দেয় | তাতে উল্লেখ করা হয় চলতি বছরে ২২ সেপ্টেম্বরের মধ্যে চালু করতে হবে শিয়ালদহ মেট্রো পরিষেবা| শিয়ালদহ স্টেশনের ১৭ মিটার নীচ দিয়ে তৈরি হয়েছে শিয়ালদা মেট্রো স্টেশন | এই মেট্রো স্টেশনে রয়েছে ৮টি সিঁড়ি, ১৮টি এসকেলেটর, ৫টি লিফট ও ৪টি প্লাটফর্ম | যাত্রী পরিবহনের জন্য আপাতত তৈরি হয়েছে প্লাটফর্ম 1A এবং 1B | সেক্টর ফাইভ থেকে ২০ মিনিট অন্তর এই লাইনে ট্রেন মিলবে বলে মেট্রো সূত্রে খবর | এই মেট্রো পরিষেবা চালু হলে তথ্যপ্রযুক্তি তালুকের অফিসযাত্রীরা ভীষণভাবেই উপকৃত হবেন বলে আশাবাদী সকলে | শিয়ালদহ মেট্রো চালু হয়ে গেলে, শিয়ালদহ থেকে বিপুল সংখ্যাক যাত্রী যানজট এড়িয়ে খুব দ্রুত পৌঁছে যেতে পারবেন সেক্টর ফাইভে | উল্লেখ্য, মার্চ মাসেই সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছে | মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানন, ‘আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি রেল বোর্ডের সঙ্গে | তারা অনুমতি দিলেই শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা |’ এই মুহূর্তে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত চলছে ইস্ট–ওয়েস্ট মেট্রো | কিন্তু পর্যাপ্ত যাত্রীর অভাবে রুটটি ধুঁকছে |
শিয়ালদহ চালু হলে যাত্রী সংখ্যা বহুগুণ বেড়ে যাবে আশা রেলকর্তাদের| তাই যাত্রী স্বার্থে ও রেলের আয় বৃদ্ধিতে শিয়ালদহ মেট্রো চালু অত্যন্ত জরুরি | মেট্রোর আধিকারিকরা জানাচ্ছেন, রেল সেফটি কমিশনারের ছাড়পত্র মিলেছে প্রায় সাড়ে তিনমাস আগেই | এই সময়কালে তাঁরা ট্রেন চালানোর জন্য সবদিক থেকে প্রস্তুত ছিলেন | কিন্তু রেলমন্ত্রক থেকে সবুজ সংকেত মেলেনি | তাই যাত্রীদের জন্য খুলে দেওয়া যায়নি এই স্টেশন | এর আগে তিনবার এই স্টেশন উদ্বোধনের জন্য দিন ঠিক হয়েছিল | কিন্তু প্রধানমন্ত্রী বা রেলমন্ত্রীর সময় না মেলায় তা করা যায়নি | এবার যাবতীয় জটিলতা মিটিয়ে সোমবার উদ্বোধন হবে শিয়ালদহ মেট্রোর |