প্রসেনজিৎ ধর, কলকাতা :- অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর উদ্বোধন হল ইস্ট- ওয়েস্ট মেট্রো রুটের শিয়ালদহ মেট্রো স্টেশনের | সোমবার বিকেলে শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন হল হাওড়া ময়দান থেকে| উদ্বোধন করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি |উল্লেখ্য, এর আগে এই মেট্রো স্টেশন উদ্বোধন করবেন বলে শোনা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি | তারপর শোনা গিয়েছিল মেট্রো স্টেশন উদ্বোধন করতে পারেন অশ্বিনী বৈষ্ণব| অবশেষে তা উদ্বোধন করলেন স্মৃতি ইরানি | মেট্রোর ২১ মিনিটের যাত্রাপথে ন্যূনতম ভাড়া ১০ টাকা, সর্বোচ্চ ২০ টাকা | ভিড় সামলাতে শিয়ালদহ স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর | শিয়ালদহ স্টেশনে যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট | যাত্রীদের সুবিধার জন্য শিয়ালদা স্টেশনে ২৭টি টিকিট কাউন্টার | কলকাতায় এই প্রথম কোনও মেট্রো স্টেশনে থাকছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম |
শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্মের দু’পাশেই থাকবে যাত্রীদের ওঠা-নামার সুবিধা | ভাড়ার ক্ষেত্রে একবারে কেন ১০ থেকে ২০ টাকা করা হল, কেন মাঝে ১৫ টাকার ভাড়া রাখা হল না, তা নিয়ে শুরু হয়েছে তরজা| যাত্রীদের দাবি, গুরুত্বপূর্ণ মেট্রো পথে এতটা ভাড়া গুণতে হলে সমস্যায় পড়তে হবে | এতে বিকল্প পথও বেছে নেবেন কেউ কেউ | সোশ্যাল মিডিয়াতেও ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকে| আজ বিকেলে হাওড়া ময়দান স্টেশন থেকে উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি| তিনি বলেন, ‘আমার দাদুর বাড়ি সল্টলেকে ছিল | আর আমিই সল্টলেক যাওয়ার জন্য শিয়ালদহ থেকে মেট্রোর উদ্বোধন করছি |’ সেইসঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, ২০২৩ সালের মধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে | তবে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল কংগ্রেসের কোনও সাংসদ-বিধায়ক হাজির ছিলেন না |মেট্রো রেল সূত্রে খবর, নতুন করে যাত্রাপথ বাড়ছে ২ কিলোমিটারে (২.৩৩কিমি)বেশি| সব মিলিয়ে, যাত্রাপথ হয়েছে ৯ কিলোমিটারের(৯.০৩কিমি) একটু বেশি | ইস্ট-ওয়েস্ট মেট্রো শুরু থেকেই খুব একটা লাভের মুখ দেখেনি | মেট্রো কর্তৃপক্ষের আশা, এবার আগের তুলনায় অনেকটাই বাড়বে যাত্রী সংখ্যা| মনে করা হচ্ছে, প্রতিদিন ৫০ হাজার যাত্রী হবে | সেই ভাবনায় মেট্রোর সার্ভিস সংখ্যা বাড়িয়ে ১০০ করা হয়েছে | এবার থেকে সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মিলবে পরিষেবা | অফিস টাইমে ১৫ মিনিট ও অন্য সময়ে ২০ মিনিট অন্তর চলবে মেট্রো |