Breaking News

রাজ্যের মন্ত্রী-বিধায়কদের লেটারহেড – সই জাল করে দক্ষিণ কলকাতায় প্রতারণা, গ্রেফতার ১ মহিলা, তদন্তে পুলিশ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের বিধায়ক মন্ত্রীদের সই ও লেটারহেড জাল করে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক মহিলা, ধৃতের নাম মৌ গুহ | বিধায়ক দেবাশিস কুমারের আপ্তসহায়ক পরিচয় দিয়ে ওই মহিলা অন্তত ১২ লক্ষ টাকা প্রতারণা করেছেন বলে অভিযোগ | জাল করেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্যের লেটারহেড ও সই |অভিযোগ, মন্ত্রীর লেটারহেড জাল করে দু’টি সরকারি ফ্ল্যাট পাইয়ে দেওয়ার নামে এক বৃদ্ধার কাছ থেকে দেড় লক্ষেরও বেশি টাকা নিয়েছিল | এমনকী, ৫০ লক্ষ টাকা ঋণ মকুব করানোর প্রতিশ্রুতিও ছিল | কিন্তু সময় পেরিয়ে গেলেও সেই কথা রাখেননি অভিযুক্ত | এরপরই টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয় | সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই মহিলা প্রতারককে | দক্ষিণ কলকাতার বাসিন্দা দীপালি মিত্র নামে এক বৃদ্ধার অভিযোগ, তাঁর কাছে হাত দেখাতে আসেন মৌ গুহ | বৃদ্ধাকে তিনি বলেন, ভাড়া বাড়িতে থাকবেন কেন? আপনাদের সরকারি কোটায় আবাসনে ফ্ল্যাটের ব্যবস্থা করছি। তবে সেজন্য কিছু টাকা লাগবে | এই বলে বৃদ্ধার কাছ থেকে ৯১ হাজার টাকা নেন তিনি | সঙ্গে দেবাশিস কুমার টাকা নেন না বলে বৃদ্ধার কাছ থেকে একটি সোনার চেনও হাতিয়ে নেন |এরপর বৃদ্ধাকে মৌ গুহ জানান, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোটায় ফ্ল্যাট বণ্টন হবে | এই বলে মন্ত্রী ফিরহাদ হাকিমের লেটারহেডে একটি চিঠি দেন | অশোক স্তম্ভ, বিশ্ববাংলার লোগো সহ সেই চিঠি দেখে সন্দেহ হয়নি বৃদ্ধার | এরপর বৃদ্ধার স্বামীকে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের লেটারহেডে একটি চিঠি দিয়ে মোটা টাকা হাতিয়ে নেয় সে| অভিযোগ, এভাবে মোট ৮ জনের কাছ থেকে ১২ লক্ষ টাকা নিয়েছেন ওই মহিলা | সময় পেরিয়ে গেলেও বরাদ্দ ফ্ল্যাট মেলেনি,মকুব হয়নি ঋণও | এরপরই পুলিশের দ্বারস্থ হন ওই বৃদ্ধা | এরপর মন্ত্রীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, লেটারহেড বা সই কোনওটিই তাদের নয় | অভিযোগ দায়ের হয় মৌ গুহর নামে | রবিবার তাকে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানার পুলিশ | এ বিষয়ে,মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, মানুষকে বলব প্রতারকদের থেকে সাবধান থাকুন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *