দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শহরে ফের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা | মঙ্গলবার সকালে বেহালার বকুলতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস পরপর তিনটি গাড়িতে ধাক্কা মারে,গোটা ঘটনায় আহত হয়েছেন ৪ স্কুল পড়ুয়া-সহ ৭ জন | ঘটনার পর থেকে ওই বাসের চালক পলাতক | জানা যায়, বাসের ধাক্কায় পুলকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় | এর জেরে আহত হয় পুলকারে থাকা চার পড়ুয়া আহত হয় | পুলকার চালকও আহত হন | গাড়িটির অবস্থা এমনই হয় যে নিজের আসন ছেড়ে গাড়ি থেকে বের হতে পারছিলেন না পুলকার চালক | পরে স্থানীয়দের সাহায্যে তিনি বের হন | এদিকে পুলকারের পাশাপাশি বাসটি একটি অটোতেও ধাক্কা মারে | অটোতে থাকা এক মহিলা ও অটোচালক গুরুতর ভাবে আহত হন বলে জানা যায় | পরে এক অ্যাপ ক্যাবে ধাক্কা মারে বাসটি | এরপরই বাস চালক পালায় সেখান থেকে | ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা বাসটিতে ভাভচুর করেন।এদিন সকাল সাড়ে সাতটা-আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে | স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেপরোয়া গতিতে শিবরামপুরের দিকে যাচ্ছিল ১২সি/১ রুটের যাত্রীবোঝাই বাসটি | বেহালা চৌরাস্তা থেকে বকুলতলার কাছে নতুনপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে স্কুলের পুলকারে ধাক্কা মারে | পুলকারে থাকা ৪ স্কুল পড়ুয়া জখম হয়,তাদের মাথায় চোট লাগে | বাসের ধাক্কায় পুলকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় | জানা গিয়েছে, পুলকারের চালকের পায়ে চোট লেগেছে| দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ | ক্ষিপ্ত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ | স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিল সেই চালক | তাই বাসের নিয়ন্ত্রণ হারায় সেই চালক| গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ | যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তাতে বড় কিছু ঘটতে পারত বলে দাবি প্রত্যক্ষদর্শীদের একাংশের | ঘটনায় তিন বাসযাত্রীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে | এদিকে ক্ষিপ্ত জনতা বাসটিতে ভাঙচুর চালায় | পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক | তাই বাসের গতিতে নিয়ন্ত্রণ রাখতে পারেননি | তবে গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ |