Breaking News

দ্রৌপদী মুর্মুর বৈঠকে অনুপস্থিত ৫ বিজেপি বিধায়ক-সাংসদ, চাপানউতোর পদ্মশিবিরের অন্দরে!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বঙ্গ সফরে প্রচারে এসেছিলেন এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু | তাঁর সফরকে কেন্দ্র করে বঙ্গ বিজেপি চেয়েছিল শক্তি প্রদর্শন করতে | কথা ছিল, রাজ্যের সকল বিজেপি সাংসদ এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন দ্রৌপদী, তবে তা আর হয়ে উঠল না | অনুপস্থিত থাকলেন পদ্মশিবিরের ৫ জন সাংসদ এবং বিধায়ক | যা নিয়ে চরম অস্বস্তিতে পড়তে হল বঙ্গ বিজেপিকে | বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০ রও বেশি আসনের কথা বললেও ভাগ্যে জুটে ছিল ৭৭ টি আসন | এর মধ্যে ৭ জন ইতিমধ্যেই পদ্ম ছেড়ে গেছেন ঘাসফুলে | গেরুয়া শিবিরে ৭০ জন বিধায়ক | তবে আমন্ত্রণ জানানো হয়েছিল ৬৮ জনকে| ২ বিজেপি বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়নি | জানা গিয়েছে, বিধায়ক অশোক লাহিড়ীকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি | বিজেপি শিবিরের পক্ষ থেকে বলা হয়েছে, অসুস্থতার জন্যই আমন্ত্রণ জানানো হয়নি তাঁকে | প্রশ্ন উঠছে, অসুস্থতার কারণে আসতে পারবেন না জেনেও, এই বিধায়ককে অন্তত আমন্ত্রণ জানানো উচিত ছিল | অন্যদিকে আমন্ত্রণ জানানো হয়নি সাংসদ অর্জুন সিংয়ের ছেলে পবন সিংকে | পবন খাতায় কলমে বিজেপি বিধায়ক | তাঁর বাবা ব্যারাকপুরের সাংসদ | সদ্য ঘরওয়াপসি হয়েছে অর্জুন সিংয়ের | তবে ছেলে রয়েছেন পদ্ম শিবিরেই | দল সূত্রে খবর, বাবার দলবদলের কারণেই ছেলেকেও ডাকা হয়নি বৈঠকে | ৬৮ জন বিধায়ককেও এই দিন দেখা গেল না একসঙ্গে | বৈঠকে ছিলেন মাত্র ৬৫ জন | তাই প্রশ্ন উঠছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের দক্ষতা নিয়ে | জানা গিয়েছে, বৈঠকে অনুপস্থিত ছিলেন মতুয়া বিধায়ক মুকুটমণি অধিকারী | তবে অনুপস্থিত ছিলেন, উত্তরবঙ্গের দুই বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা ও নিরজ জিম্মা |তবে
সব অস্বস্তি উড়িয়ে দিয়ে দ্রৌপদী মুর্মু বৈঠকে উপস্থিত বিধায়কদের ধন্যবাদ জানিয়েছেন | তাঁর আশা শুধু বিজেপির বিধায়করা নন, রাজ্য বিধানসভার ২৯৪ জন বিধায়কই তাঁকে সমর্থন করবেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *