দেবরীনা মণ্ডল সাহা :- দার্জিলিংয়ে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা বানিয়ে সকলকে খাওয়ালেন তিনি | তিনি আর কেউ নন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | তাঁকে ফুচকা বানাতে দেখে সকলেই ভিড় জমান ফুচকা স্টলের সামনে | হাসি মুখে মুখ্যমন্ত্রী সবার হাতে তুলে দিলেন নিজের বানানো ফুচকা | মঙ্গলবার তাঁর ঠাসা কর্মসূচির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর চলে যায় রাস্তার ধারের একটি ফুচকার দোকানে| সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে এসে দোকানের বয়াম থেকে ফুচকা নিয়ে নিজের হাতে তাতে মশলা দিয়ে ফুচকা বানাতে লেগে পড়েন মুখ্যমন্ত্রী |
তৈরি ফুচকা তেঁতুল গোলা জলে ঢুবিয়ে তা তুলে দেন বাচ্চাদের হাতে | তাঁকে দেখে ছোটখাটো ভিড় জমে যায়| ফুচকা বানানোর ফাঁকে সবার সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী | আজ সকালে জিটিএ’র শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী |
সেখানেই তাঁকে বলতে শোনা যায়, ‘পাহাড়ের দখল নিতে আসব না আমি, পাহাড়কে ভালবাসতে আসব | আমি শুধু দেখতে চাই দার্জিলিং ইজ স্মাইলিং, কার্শিয়াং ইজ অলসো স্মাইলিং | কে, কোন দলের ভুলে যান | মানুষের জন্য কাজ করুন | পাহাড় উন্নয়ন চায়, শান্তি চায় | তাই জিটিএ চায় পাহাড়|’ এদিন জিটিএ শপথগ্রহণ সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী| সেখানেই ঘোষণা করেন, নয়া শিল্পনগরী পাবে দার্জিলিং| ২০০ একর জায়গা নিয়ে গড়ে উঠবে নতুন নগর,থাকবে শপিং মল, হোম স্টে, ওয়্যার হাউজ,পর্যটকদের থাকার জায়গা | দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং হবে আইটি হাব | বলেন, মংপুতে হবে হিল ইউনিভার্সিটি| অন্যদিকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটর নয়া ক্যাম্পাস গড়ে উঠবে | গড়ে উঠবে নতুন এডুকেশন হাব | দার্জিলিং য়ে তৈরি হবে হর্টিকালচার হাব,হবে মাল্টি লেভেল কার পার্কিং | আবার পাহাড়ের বুকে কার্শিয়াং থেকে রোহিনী পর্যন্ত তৈরি হচ্ছে নয়া রোপওয়ে রুট | মিরিকে গড়ে উঠবে ইকো ট্যুরিজম | চা বাগানে পর্যটক আরও টানতে তৈরি হবে হোমস্টে| এদিন মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে বিশেষ ভাবনার পরিকল্পনা রয়েছে রাজ্যের | বলেন, পাহাড়ের ফুটপাতে যারা ব্যবসা করছেন, তাঁদের জন্য দোকানের ব্যবস্থা করা হবে | এত শান্তিতে নির্বাচন এর আগে পাহাড়ে হয়নি | পাহাড়ের মানুষ করে দেখিয়েছেন | এই জন্য সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী |