Breaking News

দমকলে নিয়োগ!জরিমানার মুখে পিএসসি,১০ হাজার টাকা জরিমানা কলকাতা হাইকোর্টের

প্রসেনজিৎ ধর,কলকাতা :- দমকলে নিয়োগ সংক্রান্ত মামলায় ফের হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল পাবলিক সার্ভিস কমিশন |এখনও জমা পড়েনি হলফনামা | দমকল নিয়োগ মামলায় পাবলিক সার্ভিস কমিশনকে জরিমানা করল কলকাতা হাইকোর্ট | আদালতে হলফনামা জমা করতে এদিন ফের অতিরিক্ত সময় চেয়েছিল পিএসসি | ১০ হাজার টাকা জরিমানার শর্তে অতিরিক্ত সময় দিল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ | পাশাপাশি, দমকল বিভাগে দেড় হাজার পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও ৪ সপ্তাহ বাড়ল | মামলার পরবর্তী শুনানি তিন সপ্তাহ পর | জরিমানার নির্দেশ দিয়ে জানানো হয়, তিন সপ্তাহ পর দমকলে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলাটি আবারও শুনানির জন্য উঠবে | দেড় হাজার পদে নিয়োগ প্রক্রিয়ার উপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল, তার মেয়াদ আরও চার সপ্তাহ বাড়িয়েছে আদালত| দমকল অপারেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে পিএসসি | দেড় হাজার কর্মী নিয়োগের কথা ছিল | ২০১৮ সালে লিখিত পরীক্ষা হয়, মৌখিক পরীক্ষা নেওয়া হয় পরে | এই নিয়োগ নিয়েই দুর্নীতির অভিযোগ তুলে রাজ্য ট্রাইব্যুনালে মামলা করেন বাসুদেব ঘোষ-সহ কয়েক জন চাকরিপ্রার্থী | পর মামলাটি কলকাতা হাইকোর্টে যায় | দমকল বিভাগে নিয়োগ দুর্নীতি হয়েছে বলে দাবি করে আদালতের দ্বারস্থ হন বেশকিছু চাকরি প্রার্থী | মামলাকারীদের অভিযোগ, দু’টি প্রশ্ন ভুল ছিল | এমনকী, যদি দু’জন চাকরিপ্রার্থী একই নম্বর পান, সেক্ষেত্রে যিনি মৌখিক পরীক্ষায় নম্বর বেশি পেয়েছেন, তাঁকে চাকরি দেওয়া হচ্ছে | এছাড়াও আরও একাধিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছিল | আদালত পাবলিক সার্ভিস কমিশনের কাছে হলফনামা চায় | এদিন আরও সময় চাইল পিএসসি | ২০১৮ সালে অগ্নিনির্বাপণ বিভাগে দেড় হাজার ফায়ার অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য | ২০১৯ সালে লিখিত পরীক্ষা হয় | ফলপ্রকাশের পর থেকেই সমস্যার সূত্রপাত | অভিযোগ ওঠে পরীক্ষায় ভুল প্রশ্ন ছিল |এমনকী, স্পোর্টস কোটা বা অগ্নিনির্বাপণের প্রশিক্ষণের শংসাপত্র থাকলে যে অতিরিক্ত নম্বর বা সংরক্ষণ মেলে, তা দেওয়া হচ্ছিল না| এমনকী, সাধারণ চাকরিপ্রার্থীকে তফসিলি কোটায় চাকরি দেওয়া হয়েছে বলেও অভিযোগ | প্রাথমিকভাবে এই সমস্ত অভিযোগ নিয়ে স্যাটের দ্বারস্থ হয়েছিলেন চাকরিপ্রার্থীরা | সেখানে সেই আর্জি খারিজ হয়ে যায় | তারপরই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা| এই মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি শম্পা দত্ত পালের ডিভিশন বেঞ্চে | তাদের নির্দেশেই পিএসসিকে জরিমানা করা হল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *