দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে গিয়ে বিধানসভায় দাঁড়িয়ে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় | বিধানসভায় দাঁড়িয়ে তাঁর কটাক্ষ, ”ক’জন বিধায়ক বিজেপিতে রয়েছে, তা ওরা নিজেরাই জানে না | বিজেপিশাসিত রাজ্যে তো আমাদেরও বিধায়ক রয়েছে, কোথায় তাঁদের তো হোটেলবন্দি করে রাখতে হচ্ছে না | নিজেদের পাপের ফল ভুগছে বিজেপি |”
তৃণমূলের অভিযোগ, বিধায়কদের ‘ক্রস ভোটিং’ আটকাতে তাঁদের রিসর্টে আটকে রেখেছিল বিজেপি | এমনকী, বিজেপি বিধায়কদের ফোন নিজের হেফাজতে রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী | তৃণমূলের অভিযোগ, বিধায়কদের ‘ক্রস ভোটিং’ আটকাতে তাঁদের রিসর্টে আটকে রেখেছিল বিজেপি | তৃণমূল সাংসদের কটাক্ষ, “আজকে এত ভয়, তৃণমূল থেকে বাঁচাতে বিধায়কদের পাঁচতারা হোটেলে বন্দি করে রাখতে হয়েছে | বিজেপি, এনডিএ-শাসিত রাজ্যেও তো আমাদের বিধায়ক রয়েছে, ১০-১২ জন বিধায়ক রয়েছেন, তাঁদের তো আটকে রাখিনি | কারণ তাঁরা জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ রয়েছে | জনসমর্থন রয়েছে তাঁর| তাই বিজেপির এত ভয়| ইডি, সিবিআই লাগিয়েও ভয় দেখাতে পারছে না |তাই গায়ের জোরে বিধায়কদের আটকে রাখছে |”রিসর্ট রাজনীতি নিয়ে তৃণমূল সাংসদের খোঁচা, “বাংলায় ওঁরাই রিসর্ট পলিটিক্স এনেছে| এই রাজনীতির ভুক্তভোগী হচ্ছে ওরাই| এটা সারা দেশ দেখছে|”
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনের আগের দিন রাজ্যের ৬৯ বিধায়ককে নিউ টাউনের একটি হোটলে তুলেছে বিজেপি, এমনটাই খবর সংবাদমাধ্যমের | ক্রস ভোটিংয়ের আশঙ্কায় ওই সব বিধায়কদের হোটেলে নিয়ে যাওয়া হয়েছে বলে তৃণমূল অভিযোগ করলেও বিজেপির দাবি, প্রশিক্ষণের জন্যই দলের বিধায়কদের হোটেলে নিয়ে যাওয়া হয়েছে |