দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-রাজ্য সরকারের নির্দেশিকা মতো আজ ১৮ জুলাই থেকে স্নাতকস্তরে ভর্তির আবেদন শুরু হয়েছে | করোনা বিধি মেনে এবারও অনলাইনেই করা যাবে আবেদন | অর্থাৎ যাঁরা কলেজে ভর্তি হতে ইচ্ছুক তাঁরা নিয়ম মেনে অনলাইনে আবেদন করতে পারবেন | উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে জিজ্ঞাসা ছিল | রাজ্যের সিদ্ধান্ত ছিল, একটি পোর্টালের মাধ্যমেই রাজ্যের সমস্ত কলেজে ভর্তি হওয়ার জন্য আবেদন করা যাবে | তবে সেই সিদ্ধান্ত কার্যকর করা এত কম সময়ে সম্ভব নয় | জানা গিয়েছে, আজ থেকে ৫ অগাস্ট পর্যন্ত স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করা যাবে| উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, ৩১ অগাস্টের মধ্যে ফলপ্রকাশ করতে হবে স্নাতকের | কলেজে ভর্তি সংক্রান্ত আনুষঙ্গিক তথ্য ও প্রক্রিয়া জারি থাকবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত | ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্নাতক পর্যায়ের প্রথম সেমিস্টারের ক্লাস | উল্লেখ্য, গত ২ জুন বিকাশ ভবনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল, সমস্ত কলেজে ভর্তির জন্য একটাই পোর্টাল তৈরি হবে | এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিও মিলেছিল | শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, এর ফলে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে | এই পোর্টাল তৈরিতে অনুমোদন দিয়েছিল রাজ্য মন্ত্রিসভা | তবে প্রযুক্তিগত কারণে তা এবছর চালু করা সম্ভব হয়নি |