Breaking News

বাংলার রাজ্যপাল পদে শপথ লা গণেশনের,উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী!

প্রসেনজিৎ ধর :- শপথ নিলেন বাংলার নয়া রাজ্যপাল লা গণেশন| মণিপুরের পাশাপাশি বাংলার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি | সোমবার সন্ধেয় রীতি মেনে তাঁকে শপথবাক্য পাঠ করান কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব | শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের শাসকদলের সাংসদ, বিধায়করা | রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে আজ| খুব শীঘ্রই হবে উপরাষ্ট্রপতি পদে নির্বাচন | পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড় | তিনি ইস্তফা দিয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে |
বাংলার রাজ্যপালের দায়িত্ব আপাতত সামলাবেন লা গণেশন | তবে তিনি মণিপুরের রাজ্যপাল | পরবর্তীকালে বাংলায় নিযুক্ত হবেন অন্য স্থায়ী রাজ্যপাল | এদিন মুখ্যমন্ত্রী ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাজ্যপালকে | এদিন বিকেলে কলকাতা বিমানবন্দরে নামেন লা গণেশন | তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন মন্ত্রী সুজিত বসু এবং মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় | ঠিক হয় আজ সন্ধেয় রাজ্যপাল পদে শপথ নেবেন তিনি | আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রীকে | প্রোটোকল মেনে রাজভবনের অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *