Breaking News

মায়ের কানের দুল খেয়ে ফেলেছিল ১০ মাসের শিশু,প্রাণ বাঁচাল এনআরএস হাসপাতালের চিকিৎসকেরা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মায়ের কানের দুল গিলে ফেলেছিল দশ মাসের শিশু | সেই দুল আটকে গিয়েছিল খাদ্যনালীতে | ঘটে যেতে পারতো বড়সড় বিপদ। অবশেষে এনআরএস হাসপাতালে চিকিৎসকের তৎপরতায় তা বের করা সম্ভব হল | হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে বালিশের তলায় কানের দুল খুলে রেখে দিয়েছিলেন শিশুর মা| পরদিন সকালে ঘুম থেকে উঠে তিনি একটি কানের দুল কিছুতেই খুঁজে পাচ্ছিলেন না | অন্যদিকে, সকলে ঘুম থেকে ওঠার পরে শিশুটি কেঁদেই যাচ্ছিল | প্রথমে দুলটি কেউ চুরি করেছে বলে মায়ের সন্দেহ হলেও পরে শিশুর কান্না দেখে তার সন্দেহ হয় হয়তো দুলটি সে গিলে ফেলেছে | তখন দেরি না করে শিশুকে তড়িঘড়ি এনআরএস হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্যরা | সেখানে এনআরএস হাসপাতালের নাক কান গলা বিভাগে নিয়ে যান তারা |শিশুর মা চিকিৎসককে সমস্যার কথা জানান | তিনি নিজের সন্দেহের কথা বলেন চিকিৎসকদের | এরপরেই চিকিৎসকরা এক্সরে করে দেখেন যে শিশুর খাদ্যনালীতে কিছু একটা আটকে রয়েছে | যা দেখতে কানের দুলের মতোই | এর পরেই চিকিৎসকরা সে বিষয়ে নিশ্চিত হন | এরপরে ‘ইসোফ্যাগোস্কোপি’ করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা | বিশেষ দল গঠন করে চিকিৎসা শুরু করেন | শিশুটিকে অজ্ঞান করে খাদ্যনালিতে পাইপ ঢুকিয়ে ‘ফরসেপ’-দিয়ে দুল বের করার কাজ শুরু হয় | ইএনটি বিভাগের প্রধান চিকিৎসক সুমন্ত দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর প্রণবাশিস বন্দোপাধ্যায়, অর্পিতা মহান্তি, সায়ন্তন রায়, টি প্রুস্টি ও অ্যানাস্থেটিস্ট মধুরিমা রায়ের দল ওই দুলটি বের করে আনেন | তাঁরা জানাচ্ছেন, শিশুর খাদ্যনালি অত্যন্ত পাতলা এবং সেখানে সূচালো দুলটি আটকে ছিল | অত্যন্ত সূক্ষ্মভাবে তা বের করে আনাটা বেশ ঝুঁকির ছিল | সোমবার শিশুটির রাইলস টিউবও খুলে দেওয়া হয়েছে | কয়েকদিন পরে বাড়ি ফিরবে মেয়ে | বর্তমানে শিশুটি সুস্থ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *