Breaking News

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ সিবিআই-এর!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই | মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয় | শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি | এদিন কলকাতা হাইকোর্টে মুখবন্ধ খামে রিপোর্ট পেশ করে সিবিআই | প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে শুনানি ছিল| এদিন কলকাতা হাইকোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই’এর তরফে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হয় | মঙ্গলবার এই মামলার শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি | এদিন আদালত নির্দেশ দেয়, যদি কোনও পক্ষের আইনজীবীর বক্তব্য থাকে তবে তা লিখিত আকারে চলতি সপ্তাহে শুক্রবারের মধ্যে জমা দিতে হবে | তারপর আর কোনও ধরনের লিখিত বক্তব্য গ্রহণ করা হবে না | এদিন শুনানি শেষ হলেও এই মামলায় আগামীতে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে সব পক্ষ | এর আগে নিয়োগ দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়| পাশাপাশি, মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে অপসারণ করা হয় | সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া মামলার শুনানি চলছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে | প্রসঙ্গত, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট সিবিআই-এর রিপোর্ট তলব করেছিল | ওই দিন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে | এই মামলার তদন্তে কী কী অগ্রগতি হয়েছে তা জানাতে হবে আদালতকে | পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই বিষয়ে প্রয়োজনীয় নথি-সহ আদালতে জমা দিতে হবে সিবিআইকে | মঙ্গলবারের মধ্যে সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট | সেই নির্দেশের প্রেক্ষিতে এদিন রিপোর্ট জমা দিল সিবিআই |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *