Breaking News

২১-এর মঞ্চ থেকে দিল্লি দখলের ডাক অভিষেকের,‘প্রকল্প হবে বাংলার নামেই, না হলে কেন্দ্রের টাকা লাগবে না’, হুঙ্কার অভিষেকের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২১ জুলাইয়ের মঞ্চ থেকেই দিল্লি দখলের ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় | কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে আরও একবার সরব অভিষেক বন্দ্যোপাধ্যায় | তৃণমূলের একুশের শহিদ সমাবেশ থেকে দিল্লির সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন তিনি | বাংলার প্রকল্প হবে বাংলার নামে, না হলে লাগবে না কেন্দ্রের টাকা হুঙ্কার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের | অভিষেক এদিন বলেন, ‘রেকর্ড ভিড় হয়েছে এবারের সমাবেশে| সভাস্থলে যত মানুষ আছেন, তার ১০ গুণ বেশি মানুষ বাইরে আছেন | আগামীর পথ দেখাবে এবারের একুশে জুলাই | ২০১৯ সালের লোকসভা ভোটে প্রত্যাশিত ফলাফল না হওয়ার পর একুশে জুলাই হয়েছিল| বিধানসভা ভোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল | সেদিন জেদ নিয়ে মাঠে নেমেছিলাম যে তৃণমূল কর্মীদের মতোই হতে হবে নেতাদের | জান-প্রাণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য লড়াই করবেন | দিল্লির বুকে গণতান্ত্রিক, গঠনমূলক, মানুষের জন্য সরকার গঠনের সূচনা হল এই সভায় |’অভিষেক এদিন আরও বলেন, ‘নিজের করে খাওয়ার জায়গা নয় তৃণমূল কংগ্রেস | তৃণমূল করতে গেলে দলীয় অনুশাসন মেনে চলতে হবে | মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের দিকে তাকিয়ে তৃণমূল করতে হবে | হয় ঠিকাদারি করবেন, নাহলে তৃণমূল কংগ্রেস |’ আরও বলেন, ‘দাদার জয় বয়ে পঞ্চায়েত ভোটে টিকিট পাবেন না| মানুষের সার্টিফিকেট পেলে তবেই পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিট পাবেন | তৃণমূল করতে গেলে নির্ভীক, নির্লোভী করতে হবে |’ নাম না করে অভিষেক এদিন শুভেন্দু এবং দলত্যাগী নেতাদের উদ্দেশে বলেন, ‘আজকের তৃণমূল অন্য তৃণমূল | এই তৃণমূলে মীরজাফর, ধান্দাবাজরা নেই। এই তৃণমূল বিশুদ্ধ লোহার মতো নয়| যত মারবেন, তত শুদ্ধ হবে |’ এদিন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরও বলেন,বাংলার টাকা বাংলা জোগাবে, দিল্লির কাছে হাত পাতবে না পশ্চিমবঙ্গ | অভিষেক জানালেন, প্রকল্প হলে শুধু বাংলার নামেই হবে | বাংলা আবাস যোজনা হবে | বাংলা সড়ক যোজনা হবে | তাতে যদি কেন্দ্র টাকা না দিতে চায় বাংলার সেই টাকা লাগবে না | বাংলা কেন্দ্রের ভরসায় ছিল না | থাকবেও না |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *