প্রসেনজিৎ ধর, কলকাতা :- শহীদ দিবসের মঞ্চে মুড়ি নিয়ে জিএসটির প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় | সম্প্রতি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকার মুড়ি, চিড়ের ওপরও জিএসটি ধার্য করেছে| বৃহস্পতিবার ২১ জুলাইয়ের শহীদ স্মরণ সমাবেশের মঞ্চে মুড়ি হাতে সেই সিদ্ধান্তের প্রতিবাদ করেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | একুশের মঞ্চ থেকে এবার আমজনতার পেট ভরানোর মুড়ি চেয়ে নিয়েই বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়| তাঁর সাফ কথা – ‘এই মুড়ির উপরও জিএসটি! কত জিএসটি বসিয়েছে?’ এরপর নেত্রীর হুঁশিয়ারি – ‘আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও |’
শুধু তাইই নয়, মঞ্চে সিলিন্ডার তুলে মূল্যবৃদ্ধি নিয়েও তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় | মঞ্চে সিলিন্ডার ধরে সেই প্রতিবাদে শামিল হলেন সাংসদ দেব | বৃহস্পতিবার ২১ জুলাইয়ের মঞ্চে ভাষণ দেওয়ার সময় বিজেপিকে তোপ দাগেন তৃণমূল নেত্রী | বিজেপির নেতা-নেত্রীদের কাছে মমতার প্রশ্ন, বিজেপির নেতারা মুড়ি খাবেন না কি? মঞ্চে ভাষণ দিতে দিতে জননেত্রী সামনে থাকা কর্মী সমর্থকদের কাছে মুড়ি চান | কিছুক্ষণের মধ্যে ভিড়ের মধ্যে থেকে এগিয়ে আসে মুড়ি | সেই মুড়ি একটি পাত্রে ঢেলে হাতে নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায় | এদিন মমতা অভিযোগ করেন, হাসপাতালে রোগী ভর্তি হলেও জিএসটি দিতে হচ্ছে | বিজেপিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘‘আমার প্রশ্ন, মারা যেতে কত জিএসটি দিতে হবে!’ মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সমাবেশ মঞ্চ থেকে বলেন, ইডি, সিবিআই এলে মুড়ি খেতে দেবেন | সঙ্গে একটু তেল দেবেন | বলে দেবেন, এর জিএসটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না | এরপর আবার গ্যাস সিলিন্ডারের লাগামছাড়া মূল্যবৃদ্ধি ইস্যুতেও একুশের মঞ্চ থেকে তোপ দাগলেন তৃণমূল নেত্রী | একটি প্রতীকী এলপিজি সিলিন্ডার দেখা গিয়েছিল ভিড়ের মাঝে | তা চোখে পড়ায় মমতা সিলিন্ডারটি মঞ্চে নিয়ে যেতে বলেন | তারপর ডেকে নেন সাংসদ দেবকে। তাঁর হাতেই সেই প্রতীকী সিলিন্ডার তুলে দিয়ে প্রতিবাদের মুখ করে দেন নেত্রী | বলেন, ”এই সিলিন্ডারেরও দাম বাড়ছে উত্তরোত্তর | বুঝতেই পারছেন, আমরা কোন সরকারের আমলে বসবাস করছি |” ইডি-সিবিআই তলবের সঙ্গে জড়িয়ে দিলেন মুড়ি-সিলিন্ডার নিয়ে প্রতিবাদকেও | বললেন, ”ইডি-সিবিআই অফিসাররা কারও বাড়িতে গেলে ভয় পাবেন না। বাড়িতে ডেকে বসান | তারপর সামনে মুড়ি রাখুন, সিলিন্ডারও রাখুন | জানতে চান, এসবের উপর কেন এত দাম চাপানো হল |”