Breaking News

‘আপনাদের আমলে কত চাকরি?’ বামেদের তোপ মমতার,’১৭ হাজার শিক্ষক নিয়োগ করতে পারতাম,কোর্টের জন্য ঝুলে আছে’নিয়োগ মামলা নিয়ে মন্তব্য মমতার

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- “শিক্ষক নিয়োগে ১৭ হাজার পদ তৈরি রয়েছে | ভর্তি করার জন্য সংশ্লিষ্ট বিভাগও প্রস্তুত | কিন্তু আদালতে কেস চলছে বলে কিছু করতে পারছি না।” শিক্ষক নিয়োগ নিয়ে একুশের সভা মঞ্চ থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আমরা চাই চাকরি হোক, বিজেপি চায় চাকরি যাক, একুশের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ মমতার | শহীদ দিবসের মঞ্চ থেকে মমতার অভিযোগ,বাম আমলে সব চাকরি ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকায় বিক্রি হয়েছে | এদিন ধর্মতলায় দলীয় সমাবেশের মঞ্চে রাজ্যে শিক্ষক নিয়োগের বিষয়টি নিজেই টেনে আনেন তৃণমূল নেত্রী | এই প্রসঙ্গে তিনি জানান, ‘‌শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ১৭ হাজার পদ রেডি আছে | কিন্তু কোর্টে কেস চলছে বলে করতে পারছি না | যে ডিপার্টমেন্ট নিয়োগ করছে তারাও রেডি আছে |’‌
এই প্রসঙ্গেও বিজেপিকে তুলোধোনা করতে ছাড়েননি তৃণমূল নেত্রী | এই প্রসঙ্গে তিনি জানান, ‘‌আমরা চাই চাকরি হোক| আর বিজেপি চায় চাকরি যাক | ওরা চায় না চাকরি হোক| ওদের কুটুস কুটুস করে পিঁপড়ের কামড় দিচ্ছে। ওরা বলছে, ওখানে লেখা ভুল | কিন্তু তুমি (‌বিজেপি)‌ কী করেছ?‌ তোমার যদি আমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ধরি, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ধরি, তোমার যদি আমি সিভিল অ্যাভিয়েশন ধরি, সব তো গোল্লায় গোল্লায় খেয়েছ | আর বাংলায় বলছ, বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না | আলবাৎ দেব | ক্ষমতা থাকলে আমায় রুখবে, যাও | একদিকে তোমরা চাকরি বন্ধ করবে, আর একদিকে রাস্তা খুলে দেব | আমি জানি রাস্তা কীভাবে খুলতে হবে|’‌একইসঙ্গে তিনি নিয়োগ প্রসঙ্গে জানান, ‘‌কাজ করতে গেলে ভুল হবে। কিন্তু কেউ যদি ইচ্ছে করে ভুল করে, তার শাস্তি সে পাবে | সিপিএমের আমলে চাকরি হয়েছিল | ১০ লাখ, ১৫ লাখ টাকায় চাকরি বিক্রি হয়েছিল |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *