Breaking News

রাজ্যের ১৩ জায়গায় তল্লাশি ইডি-এর! নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি সহ ৭ হেভিওয়েটের বাড়িতে ইডি

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সাত সকালেই রাজ্যের দুই মন্ত্রীর বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এর আধিকারিকেরা | রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে এদিন সকালে হানা দিয়েছেন ইডি’র আধিকারিকেরা | হানা দেওয়া হয়েছে রাজ্যের আরেক প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও | ইডি’র তরফে জানানো হয়েছে শুধু এই দুই মন্ত্রীর বাড়িতেই নয়, রাজ্যের মোট ১৩টি জায়গায় এদিন সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান | শুক্রবার সকালে সাড়ে আটটা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা | এরপরই একে একে ১৩ জায়গায় তল্লাশির খবর প্রকাশ্যে এসেছে। এদিন সকালে মোট ৮০ থেকে ৯০ জন ইডি আধিকারিক একসঙ্গে অভিযানে যান | প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান ৭ থেকে আটজন | শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতেও যান বেশ কয়েকজন অফিসার | নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল তৎকালীন এসএসসি উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহার | সিবিআই তাঁর বিরুদ্ধে এফআইআরও করেছিল | শুক্রবার তাঁর বাড়িতেও হানা দিয়েছে ইডি আধিকারিকরা | প্রাক্তন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতেও হানা দিয়েছে ইডি আধিকারিকরা | একই সঙ্গে পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচী কমিটি ও বাগদার চন্দন মণ্ডলের বাড়িতেও গিয়েছে ইডি | প্রতি ক্ষেত্রেই তদন্তকারীদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী | এসএসসি দুর্নীতি মামলায় আর্থিক লেনদেনের বিষয়টা তদন্তের দায়িত্বে ইডি | এদিন এই হেভিওয়েটদের জিজ্ঞাসাবাদ করে আর্থিক লেনদেনের বিবরণ পেতে চাইছেন তদন্তকারীরা | কীভাবে টাকা পয়সা নেওয়া হয়েছে, পিছনে কে বা কারা ছিলেন | কে কতটা লাভবান হয়েছেন, তা জানার চেষ্টায় ইডি| আর সেই কারণে এই হেভিওয়েটদের সম্পত্তির বিবরণ ও আয় ব্যয়ের হিসেব খতিয়ে দেখতে চাইছে তদন্তকারীরা | ইডি আধিকারিকদের হাতে আসতে পারে গুরুত্বপূর্ণ নথি |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *