প্রসেনজিৎ ধর, কলকাতা :- ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে সাময়িকভাবে বিভাগীর প্রধানের পদ থেকে সরানো হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত অধ্যাপককে| কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিভাগীয় প্রধানের কোনও কাজ করতে পারবেন না তিনি | তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় | বিশ্ববিদ্যালয়ের মধ্যেই ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ উঠল ইংরেজি বিভাগীয় প্রধানের বিরুদ্ধে| এই অভিযোগ উঠেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মহিতোষ মণ্ডলের বিরুদ্ধে | এই অভিযোগ উঠতেই তার বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, অধ্যাপকরা | তাঁকে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে সরানোর দাবি জানান পড়ুয়ারা | এই মর্মে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ | অভিযোগ, অধ্যাপক একাধিবার স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর যৌন হেনস্থা করেছেন | অভিযোগ পাওয়ার পরে নড়েচড়ে বসেছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ | ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে পড়ুয়াদের দাবির মুখে পড়ে অভিযুক্ত অধ্যাপককে সাময়িকভাবে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে সরানো হয়েছে | সেই সঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি বিভাগীয় প্রধানের কোনও কাজ করতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ | তদন্তের রিপোর্ট পাওয়ার পরেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ | ছাত্রীর অভিযোগ, ওই অধ্যাপক একাধিকবার তাকে যৌন হেনস্থা করেছেন| কিন্তু, তিনি ভয়ে কাউকে বলতে পারেননি। অধ্যাপক কাউকে না জানানোর জন্য হুমকি দিয়েছিল বলে অভিযোগ | পরে সাহস করে তিনি চলতি সপ্তাহে সেই বিষয়টি প্রকাশ্যে আনেন | সেই অভিযোগ প্রকাশ্যে আসার পরেই ওই ছাত্রীকে নিয়ে সভা করে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ | পরে ছাত্র সংসদের তরফে ডিন অফ স্টুডেন্টদের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় | ছাত্রছাত্রীদের দাবি, অভিযুক্ত অধ্যাপককে শুধুমাত্র বিভাগীয় প্রধানের পদ থেকে সরালে চলবে না | তাকে সমস্ত রকমের প্রশাসনিক এবং পঠনপাঠন সংক্রান্ত কাজ থেকে অপসারিত করতে হবে | উত্তরপত্র মূল্যায়নের দায়িত্ব থেকে অপসারিত করতে হবে | কার্যত ছাত্রদের দাবি মেনেই বিভাগীয় পদ থেকে আপাতত সরানো হয়েছে অধ্যাপককে |