Breaking News

ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত দ্রৌপদী মুর্মু!রাষ্ট্রপতির কুর্সিতে এই প্রথম আদিবাসী মহিলা

প্রসেনজিৎ ধর :- ভারতের নয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু | প্রত্যাশিতমতোই দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু | প্রথম দুই রাউন্ডের ভোটে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার দিকে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন তিনি| তৃতীয় রাউন্ডের ভোট গণনা শুরু হতেই জয়ের জন্য প্রয়োজনীয় ভোট জমা পড়ে তাঁর ঝুলিতে |
তিন রাউন্ড মিলিয়ে সাংসদ-বিধায়কদের এক হাজার ৩৩৩টি ভোট পেয়েছেন দ্রৌপদী মুর্মু | অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন মাত্র ৫২১টি ভোট, অর্থা‍ৎ এনডিএ প্রার্থীর অর্ধেকেরও কম ভোট পেয়েছেন তিনি | বিরোধী শিবিরের ১৭ সাংসদ ও ১০৪ জনের মতো বিধায়ক ক্রস ভোটিং করে দ্রৌপদীকেকে ভোট দিয়েছেন বলে জানা গিয়েছে | দ্রৌপদী মুর্মু ভারতের আদিবাসী সম্প্রদায়ের নাগরিক হিসেবে প্রথম মহিলা যিনি রাষ্ট্রপতি পদে বসতে চলেছেন | এদিন সকাল ১১টা থেকে শুরু হয়েছিল ভোট গণনা | গত সোমবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত দেশজুড়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হয়েছিল | তারই ফল বেরোল আজ, ২১ জুলাই| এখন রাষ্ট্রপতি পদে রয়েছেন রামনাথ কোবিন্দ, তাঁর মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই| নতুন রাষ্ট্রপতি ২৫ জুলাই শপথ নেবেন | গণনার প্রথম পর্ব থেকেই এগিয়ে ছিলেন দ্রৌপদী মুর্মু | প্রথম পর্বে বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় ৩৩২ ভোটে এগিয়ে ছিলেন তিনি | মোট সাংসদের ভোট ৭৪৮টি | দ্রৌপদী মুর্মু ৫৪০ জন সাংসদের ভোট পেয়েছিলেন| যশবন্ত সিনহা ২০৮ জন সাংসদের ভোট পেয়েছিলেন | রাষ্ট্রপতি ভোটের দ্বিতীয় রাউন্ডের গণনায় মার্জিন আরও বাড়ান এনডিএ প্রার্থী| বিরোধী প্রার্থী যশবন্ত সিনহার তুলনায় বিপুল ভোট পান তিনি| দ্রৌপদী মুর্মু পান ৮০৯ ভোট |

ভোটের দিনও যশবন্তের গলায় শোনা গিয়েছে, অন্তরাত্মার ডাক শুনে তাঁকে ভোট দেওয়ার ডাক | গত সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয় | প্রায় ৯৯ শতাংশ ভোট পড়ে সেদিনই | দেশের ৭৭১ জন সাংসদ এবং ৪,০২৫ জন বিধায়ক ভোটপ্রক্রিয়ায় অংশ নেন | বৃহস্পতিবার, সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে ভোটগণনা শুরু হয় | স্ট্রং রুম ঘিরে ছিল কড়া নিরাপত্তা বলয় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *