Breaking News

ইডির জেরার মাঝে অসুস্থ পার্থ, চিকিৎসার ব্যবস্থা করলেন তদন্তকারীরাই,প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি অভিযোগ ফিরহাদ হাকিমের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারীদের টানা জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় | সূত্রের খবর, তাঁর চিকিৎসার জন্য চিকিৎসকদের ডেকে আনা হয়েছে। তাঁরা মন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে ইসিজি করার পরামর্শ দিয়েছেন বলে খবর | স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির মামলায় শুক্রবার সকালে পার্থের নাকতলার বাড়িতে আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকরা | বাড়ির সামনে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের | সূত্রের খবর, সকাল আটটা থেকে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে | তারই মধ্যে দুপুরের দিকে অসুস্থবোধ করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী | তড়িঘড়ি চিকিৎসককে খবর দেওয়া হয় | কিছুক্ষণ পর তিন চিকিৎসককে পার্থের বাড়িতে ঢুকতে দেখা যায় | তবে পার্থের ঠিক কী হয়েছে, তাঁর শারীরিক অবস্থা কেমন, সে বিষয়ে সরকারিভাবে কোনও তথ্য জানানো হয়নি | সূত্রের খবর, পার্থের কয়েকটি শারীরিক পরীক্ষা করা হয় | জানা যায়, টানা জেরায় দুপুরের দিকে অসুস্থ বোধ করেন পার্থ চট্টোপাধ্যায় |চিকিৎসকরা তাঁরা ইসিজি করার পরামর্শ দেন | তবে শেষ খবর পাওয়া পর্যন্ত শিল্পমন্ত্রীর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল | এদিন ইডির শুধু পার্থের বাড়িতে নয়, কোচবিহারের মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়ি, উপদেষ্টা কমিটির সদস্যের বাড়ি-সহ মোট ১৩ টি জায়গায় ৮০-৯০ জন ইডির আধিকারিকরা অভিযান চালাচ্ছেন | গোটা ঘটনায় প্রতিহিংসার রাজনীতির অভিযোগ করেছেন ফিরহাদ হাকিম |
তিনি বলেন,’কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে| কিন্তু অকারণে হেনস্থা করতে বলেনি | কেন্দ্রীয় সরকার ক্ষমতার অপব্যবহার করছে | সিবিআইয়ের কথা বলেছে হাইকোর্ট | এখন আর্থিক তছরুপের মামলা ঢোকানো হচ্ছে |বাংলায় বিজেপির কিছু নেই | বিজেপির শক্তি ইডি | গতকাল আমরা কেন্দ্রকে আক্রমণ করেছি | লড়াইয়ে নেমেছি | তাই প্রতিহিংসার রাজনীতি করছে |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *