নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- টানা ২৭ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, শেষপর্যন্ত শনিবার সকালে পার্থ চট্টোপাধ্যাকে গ্রেফতার করল ইডি | জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় আটক, খবর ইডি সূত্রে| দোতলার ঘর থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নামিয়ে একতলায় বসানো হয় | তারপরই, পার্থ চট্টোপাধ্যায়কে বের করে নিয়ে যাওয়া হয় | শনিবারই আদালতে তোলা হবে মন্ত্রীকে এমনটাই সূত্রের খবর | এদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকে আটক করেছে ইডি| তাঁর বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি | নাকতলার বাড়িতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী | উল্লেখ্য, গতকাল থেকে দফায় দফায় টানা ২৭ ঘণ্টা জেরা করা হয়েছে তাঁকে| আর তারপরেই গ্রেফতার করা হয়েছে তাঁকে| প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও ১ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি | সেই সঙ্গে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার গয়না | পাওয়া গিয়েছে বিদেশি মুদ্রা, ডলার ও বেশ কিছু নথি | উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার সোনার গয়না | ইডি অফিসারদের দাবি, তদন্তে সহযোগিতা করছেন না অর্পিতা |
অর্পিতার দাবি, অভিনয় করে তিনি টাকা রোজগার করতেন | উল্লেখ্য, নাকতলা উদয়ন সংঘের ব্র্যান্ড অ্যাম্বাসাডার অর্পিতা | তাঁর নামে রয়েছে ২ টি ফ্ল্যাট ও ১ টি বাড়ি | অবশ্য প্রাক্তন শিক্ষামন্ত্রীর দাবি, এই বিপুল পরিমাণ টাকার উৎস প্রসঙ্গে তিনি কিছুই জানেন না | শনিবার সকালে তাঁকে গ্রেফতারির তোড়জোড় শুরু করেন তাঁরা | পার্থবাবুর বাড়িতে আনা হয় ২ জন সাক্ষীকে | প্রাক্তন শিক্ষামন্ত্রীর পরনের যাবতীয় মূল্যবান সামগ্রী খুলে তাঁর পরিজনদের হাতে তুলে দেওয়া হয় | ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছিলেন না পার্থবাবু | এমনকী গ্রেফতারির নথিতেও সই করতে অস্বীকার করছিলেন তিনি | শেষপর্যন্ত গোয়েন্দাদের চাপে সই করতে বাধ্য হন তিনি | বেলা ঠিক ১০টায় পার্থবাবুকে বাড়ি থেকে বার করে ৬টি গাড়ির কনভয় করে পার্থবাবুকে নিয়ে রওনা দেন গোয়েন্দারা | ইডি সূত্রের খবর, গ্রেফতার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কেও | আজই ২ জনকে আদালদতে পেশ করা হবে বলে ইডি সূত্রের খবর |