Breaking News

পদত্যাগ করুন পার্থ চট্টোপাধ্যায়,পার্থ-কাণ্ডের পর দাবি উঠছে তৃণমূলের অন্দরেই!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়, দলের একাংশ থেকেই এবার উঠল তাঁর পদত্যাগের দাবি | যদিও তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানিয়েছেন, গোটা পরিস্থিতির উপর তাঁরা নজর রেখেছেন | ঠিক সময়ে এই ব্যাপারে তৃণমূলের তরফে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি|| কিন্তু রাজনৈতিক মহলের মতে, মহাসচিবের গ্রেফতারের পর তৃণমূলের একাংশের দাবি, ওই পদ থেকে অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হোক | এই ব্যাপারে কুণাল ঘোষের দাবি, দল ঠিক সময়ে সবকিছু জানিয়ে দেবে | দুর্নীতির অভিযোগ রয়েছে এমন নেতাদের মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার দাবি অনেক আগেই উঠেছিল তৃণমূলে| এখন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করার পরে সেই পুরনো দাবি নতুন করে উঠতে শুরু করেছে | দলের একাংশের বক্তব্য, সমস্ত মন্ত্রী ইস্তফা দিন | তারপর মন্ত্রিসভা ঢেলে সাজান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |মন্ত্রিসভা ঢেলে সাজার যে দাবি, তা মূলত তুলতে শুরু করেছেন দলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হিসাবে পরিচিতরা| রাজ্যের মসনদে এইবার নিয়ে তিন বার ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস | এর আগেও দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজন নেতা-মন্ত্রীকে জেলের যেতে হয়েছে | রাজনৈতিক মহলের দাবি, এরআগে যাঁরা জেলে গিয়েছেন, তাঁদের জামিনের ব্যাপারে যথেষ্ঠ সক্রিয় ছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব | কিন্তু স্কুল সার্ভিসে নিয়োগ দুর্নীতির ঘটনায় যে ছবি গত শুক্রবার সন্ধ্যায় সামনে এসেছে, তারপর থেকে তৃণমূলের অন্দরে নেতাদের মুখে এখন কুলুপ | বিশেষ করে, তাঁদের অনেকে ধারণাই করতে পারছেন না এই দুর্নীতিতে এতটা গভীরে থাকতে পারে খোদ মহাসচিবের নাম | তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে পাওয়া যেতে পারে ২১ কোটি টাকা-সহ আর কোটি টাকার সম্পত্তি| অবিলম্বে দল ও সরকারকে ঢেলে সাজানোর কাজ করতে কড়া অবস্থান না নিলে পরিস্থিতি হাতের বাইরে যাবে বলে দলের বড় অংশের বক্তব্য |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *