Breaking News

অর্পিতার বাড়ি থেকে উদ্ধার ২১ কোটি টাকা,নিয়ে যেতে ট্রাক নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- উদ্ধার হওয়া বিপুল টাকা বাজেয়াপ্ত করতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসনে পৌঁছয় ট্রাঙ্কভর্তি ট্রাক | শনিবার বিকেল ৩.৩০ মিনিট নাগাদ রিজার্ভ ব্যাঙ্কের তরফে টালিগঞ্জের অভিজাত আবাসনে পৌঁছয় সেই ট্রাক | শুক্রবার অর্পিতার ফ্ল্যাটে উদ্ধার হয়েছে ২১ কোটি নগদ| প্রচুর সোনা ও বৈদেশিক মুদ্রা | শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ কোটি ২১ লক্ষ টাকা| সেই টাকা নিয়ে যাওয়ার জন্য ট্রাঙ্ক ভর্তি ট্রাক নিয়ে আসে রিজার্ভ ব্যাঙ্ক | উদ্ধার হওয়া টাকা ট্রাঙ্কে বোঝাই করে তোলা হয় ট্রাকে | ইডি ওই বিপুল অর্থ বাজেয়াপ্ত করেছে | ট্রাকে ট্রাঙ্কগুলিতে নির্দিষ্ট নম্বর দেওয়া ছিল | হিসাবে সুবিধার জন্য ৫০০ এবং দু’হাজার টাকার নোটের জন্য আলাদা আলাদা ট্রাঙ্ক রয়েছে | ট্রাকে ছিল প্রায় ৪০টি ট্রাঙ্ক | পাশাপাশি অর্পিতার ওই ফ্ল্যাটে আরও সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে| বিভিন্ন জায়গায় সম্পত্তির একাধিক নথি উদ্ধার হয়েছে সেখান থেকে |
এছাড়াও ৫৪ লক্ষ টাকার বিদেশি মুদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে | অর্পিতার ওই ফ্ল্যাটে স্কুল শিক্ষা দফতরেরও কিছু নথি পাওয়া গিয়েছে| এমনকি টাকার স্তূপের মধ্যেই পাওয়া গিয়েছে উচ্চশিক্ষা দফতরের খাম, ইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে | এদিকে, অর্পিতা মুখোপাধ্য়ায়ের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়েছেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষ | তাঁর দাবি, “যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই | এই টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই | এই তদন্তে যাঁদের নাম জড়াচ্ছে, জবাব দেওয়ার দায়িত্ব তাঁর ও তাঁদের আইনজীবীদের | কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে? দল সব নজর রাখছে | যথাসময়ে দল তার বক্তব্য জানাবে | আমরা এখনও পর্যন্ত শুধু ইডির বক্তব্য পেয়েছি|”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *