প্রসেনজিৎ ধর ,কলকাতা :- এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ২দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত | শনিবার দুপুরে তাঁকে আদালতে পেশের পর ১৪ দিন হেফাজতের আবেদন জানান ইডি আধিকারিকরা | উল্টোদিকে মন্ত্রীর আইনজীবীরা তাঁর জামিনের আবেদন জানান | দু’পক্ষে সওয়াল-জবাব শেষে বিচারক ২দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন | সোমবার তাঁকে আবার পেশ করা হবে আদালতে | তার আগে পর্যন্ত তাঁকে জেলবন্দি থাকতে হবে | আদালতে ইডি জানিয়েছে সিবিআই যা তদন্ত করছে তা সঙ্গে ইডির মামলা যোগ নেয় | ১৪ জায়গায় তল্লাশি চালানো হয় যার মধ্যে দুটি জায়গা সন্দেহজনক ছিল | এর মধ্যে একটি অভিযুক্ত পার্থর বাড়ি অন্যটি অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি | অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্বার হয়েছে | দু’জনের মধ্যে সরাসরি যোগাযোগের প্রমাণ মিলেছে বলেও জানিয়েছে তাঁরা | ইডির দাবি ভুয়ো কোম্পনি তৈরি করে সম্পত্তি কিনে টাকা সরানো হয়েছে | এর মধ্যে একটি অংশের টাকা অর্পিতার বাড়িতে সরানো হয় বলে জানিয়েছে তাঁরা |ইডি আরও জানিয়েছে যে সব সম্পত্তির নথি পাওয়া গেছে সেগুলি ওই টাকা দিয়ে কেনা হয়েছে | ট্রেল অফ মানি খুঁজে পেতে কাস্টোডি দরকার বলে আদালতে জানায় তাঁরা | আর কোথায় কী কী সম্পত্তি কেনা হয়েছে, টাকা পাচার হয়েচে তা জানা দরকার বলে দাবি করে ইডি | কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে সম্পত্তি কেনার রশিদ পাওয়া গেছে | তাঁদের দাবি সাধারণ মানুষের টাকা আত্মসাত করা হয়েছে | এই টাকা অর্পিতার অ্যাকাউন্টে গিয়েছে বলেও জানিয়েছেন তাঁরা | তদন্ত সংস্থার দাবি যথেষ্ট তথ্য প্রমাণ আছে যে টাকা পাওয়া গিয়েছে তার সঙ্গে যোগসূত্র আছে ধৃতের | এদিন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ব্যাঙ্কশাল কোর্টে হাজির করানো হয় |
তাঁর আইনজীবী দেবাশিস রায় জামিনের আবেদন জানিয়ে বলেন, মন্ত্রীর কাছ থেকে কোনও টাকা পাওয়া যায়নি | মেলেনি কোনও প্রামাণ্য নথিও | হাইকোর্ট সিবিআইকে গ্রেফতার করা কোনও নির্দেশ দিল না| অথচ কী এমন ঘটল এত বড় মন্ত্রীকে গ্রেফতার করতে হল ইডিকে | এক ৭০ বছরের বৃদ্ধকে এভাবে গ্রেফতার করা হল? এই গ্রেফতারি সম্পূর্ণ বেআইনি | উনি কি পালিয়ে যাচ্ছিলেন?ইডির আইনজীবী বলেন, এটা আর্থিক অপরাধের মামলা | মন্ত্রীর ঘনিষ্ঠ একজনের কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা এবং অন্যান্য সম্পত্তি পাওয়া গিয়েছে | ইডির আইনজীবী জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করেন | বিচারক জামিনের আবেদন খারিজ করে দিয়ে জানান, জামিন দেওয়ার অধিকার তাঁর নেই | এব্যাপারে তাঁর ক্ষমতা সীমিত | এরপরই তিনি সোমবার ইডির বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে হাজির করানোর নির্দেশ দেন |