Breaking News

পার্থকে নিয়ে ভুবনেশ্বর উড়ে গেল এয়ার অ্যাম্বুল্যান্স,ভুবনেশ্বরের এইমসে শুরু পার্থর শারীরিক পরীক্ষা!এইমসে ঢোকার পথে বিক্ষোভ

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বর এইমস হাসপাতালে | সোমবার সকাল ৭.৩০ মিনিটে এসএসকেএম হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে বের করে নিয়ে যাওয়া হল দমদম বিমানবন্দরের দিকে | সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে |
অ্যাম্বুল্যান্স থেকে নামার পরই তাঁকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, ”কেমন আছেন?” তাঁর মুখে কোনও কথা ছিল না | শুধু বুকে হাত দিয়ে ইশারায় বোঝালেন, ভাল নেই, বুকে ব্যথা রয়েছে | কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডি জানায় ভুবনেশ্বর এইমস হাসপাতালে তাদের পরিকাঠামো রয়েছে যেখানে তাঁর চিকিৎসার পাশাপাশি জেরা করা সম্ভব |

বিমানবন্দরে তাঁকে নিয়ে যাওয়া এবং সেখান থেকে এয়ার অ্যাম্বুলান্সে করে ভুবনেশ্বর নিয়ে গিয়ে সেখান থেকে এইমস পৌঁছানোর সব ব্যবস্থা করে ইডি | অ্যাম্বুলেন্স এর মধ্যে আইনজীবী, চিকিৎসক ও ইডি আধিকারিক ছিলেন বলে জানা গিয়েছে | এদিন নিরাপত্তা বলয় আঁটসাঁট করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে ভর্তির সময় | আর তার জেরেই গেটের সামনে বিক্ষোভের পরিবেশ তৈরি হয় | এইমসে চিকিৎসা করতে যাওয়া রোগীর আত্মীয়রা প্রশ্ন তোলেন, ”হাইপ্রোফাইল মন্ত্রীকে উড়িয়ে এনে এইমসে চিকিৎসা করানোর জন্য আমজনতাকে কেন বঞ্চিত করা হবে?” বাংলার নানা জেলা থেকে ভুবনেশ্বর এইমসে চিকিৎসা করাতে যান রোগীরা| ভোর থেকে লাইন দিয়ে চিকিৎসা পরিষেবা পান | কিন্তু রাতারাতি বাংলার মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সেখানে ভর্তি হওয়ার কারণে নিরাপত্তার দোহাই দিয়ে তাঁদের অপেক্ষা করিয়ে রাখা হয়েছে বলে অভিযোগে ফেটে পড়েন রোগীর পরিবারের সদস্যরা | অন্যদিকে এইমসে তৈরি রয়েছে চার সদস্যের মেডিকেল বোর্ড | তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে বিকেলের মধ্যে রিপোর্ট তৈরি করার |জানা গিয়েছে রিপোর্টে যদি জানা যায় পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার সঙ্গে যদি জেরা করার সম্ভব তাহলে শুরু হয়ে যাবে তাঁর জেরা | অন্যথায় তাঁর জেরা পিছিয়ে যেতে পারে পার্থ চট্টোপাধ্যায়ের সুস্থ হওয়া পর্যন্ত | অন্যদিকে সোমবার নিম্ন আদালতে হাজিরার কথা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের | ফলত পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর আইনজীবী ভার্চুয়ালি যোগ দেবেন এই হাজিরায় | সোমবার বিকেল ৩টের মধ্যে এইমস ভুবনেশ্বর হাসপাতালকে পার্থর শারীরিক অবস্থার রিপোর্ট দিতে হবে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *