প্রসেনজিৎ ধর, কলকাতা :- পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের পরিবারের যে ১০ জনের বিরুদ্ধে প্রাথমিকে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল তাদের সবাইকে নিয়োদ দুর্নীতি মামলায় যুক্ত করার নির্দেশ দিল আদালত | পাশাপাশি বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে প্রাথমিকে নিয়োগের জন্য চার-পাঁচ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন ১৩ চাকরিপ্রার্থী| সেই মামলায় ওই ১৩জনকে পার্টি করার নির্দেশও দেওয়া হল | শিক্ষক নিয়োগ মামলার গত শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন দেহরক্ষীর পরিবারের ১০ জনের চাকরি পাওয়ার কথা উল্লেখ করেন মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত | আদালতে নামের তালিকা দিয়ে প্রশ্ন তোলেন, একই বছরে একই পরিবারের ১০ জন সরকারি চাকরি পেলেন, এটা কী করে সম্ভব | তালিকা জমা দিয়ে সোমবার আদালতে হলফনামা জমা দেন মামলাকারীদের আইনজীবী | এর পরই ১০ জনকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন বিচারপতি | এই ১০ জনের মধ্যে রয়েছেন বিশ্বম্ভরবাবুর স্ত্রী রিনা, দুই ভাই, মাসতুতো ভাই, মাসতুতো বোন, মেসোমশাই, মাসতুতো জামাই, শ্যালক অরূপ ভৌমিক, শ্যালিকা ও ১প্রতিবেশী | বিচারপতির বক্তব্য, “বিশ্বম্ভর মণ্ডল পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী ছিলেন | এই নিয়োগের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হচ্ছে | দেহরক্ষীর পরিবারের ১০ সদস্য চাকরি পেয়েছেন বলেও অভিযোগ |” বিষয়টি তাই খতিয়ে দেখতেই ওই ১০জনকে মামলায় অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে |
এদিকে যে ১৩ চাকরিপ্রার্থী প্রাথমিকে নিয়োগের জন্য ৪-৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে, তাঁদের মামলায় পার্টি করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় | আগামী ১৭ আগস্টের মধ্যে তাঁদের হলফনামা জমা দিতে বলা হয়েছে | এদিন হাইকোর্টে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে যুক্ত করা এবং রিপোর্ট চেয়ে পাঠানোর পক্ষে সওয়াল করেন চাকরিপ্রার্থীদের তরফের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য | পাশাপাশি তিনি এও জানান, ১৩ জন চাকরিপ্রার্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েছিলেন, চাকরি দেওয়ার জন্য চার-পাঁচ লাখ টাকা করে নিয়েছেন বিধায়ক তাপস সাহা | তারই প্রেক্ষিতে এই নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় |