প্রসেনজিৎ ধর, কলকাতা :- সোমবার এয়ার অ্যাম্বুল্যান্সে কলকাতা থেকে ভুবনেশ্বরের এইমসে নিয়ে যাওয়ার নির্দেশ পার্থ চট্টোপাধ্যায়কে | আগামিকাল ভোরেই তাঁকে নিয়ে যাওয়া হবে, সঙ্গে যাবেন এসএসকেএমে পার্থর চিকিৎসক ও তাঁর আইনজীবী | ওইদিন তাঁকে নিম্ন আদালতে পেশ করার কথা আছে | শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন পার্থ চট্টোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর | এইমস ভুবনেশ্বরকে নির্দেশ দেওয়া হয়েছে, কার্ডিয়োলজি, নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি বিভাগের চিকিৎসক দিয়ে দল তৈরি হবে | যাঁরা পার্থর স্বাস্থ্য পরীক্ষা করবেন | সোমবার বিকেল ৩টের মধ্যে এমস ভুবনেশ্বরকে পার্থর শারীরিক অবস্থার ব্যাপারে রিপোর্ট দিতে হবে | রিপোর্টের প্রতিলিপি তদন্তকারী আধিকারিক, এসএসকেএম হাসপাতাল এবং পার্থের আইনজীবীকে দিতে হবে | ইডির তদন্তকারী অফিসারকে পার্থকে কোর্টে হাজির করার জন্য ভার্চুয়াল মাধ্যমের ব্যবস্থা রাখতে হবে | পার্থকে এসএসকেএম হাসপাতালে ভর্তির যে নির্দেশ দিয়েছিল ব্যাঙ্কশাল কোর্ট, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় ইডি | রবিবার বিকেল থেকে সওয়াল-জবাবের পর রায়দান স্থগিত রেখেছিল হাইকোর্ট | রাত ন’টা নাগাদ হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সোমবার ভোররাতে অ্যাম্বুলেন্সে করে পার্থকে কলকাতা বিমানবন্দরে নিয়ে যেতে হবে | সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ভুবনেশ্বর এইমসে উড়িয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট| সঙ্গে থাকবেন এসএসকেএমের চিকিৎসক এবং পার্থের আইনজীবী | তাঁর শারীরিক পরীক্ষার ভিত্তিতে দুপুর তিনটের মধ্যে তদন্তকারী আধিকারিককে দিতে হবে | যিনি নিম্ন আদালতে সেই রিপোর্ট পেশ করবেন | বিকেল চারটেয় বিশেষ আদালতে পার্থের মামলা উঠবে | ভার্চুয়াল মাধ্যমে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট |