Breaking News

অস্থায়ী লকআপে নেই শৌচালয়, সামান্য খাওয়া-দাওয়া করেই দিন কাটালেন পার্থ চট্টোপাধ্যায়!একই ফ্লোরের স্থায়ী লকআপে তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ইডির অস্থায়ী লকআপে পার্থ চট্টোপাধ্যায় | রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের | বদলে গিয়েছে খাওয়া-দাওয়ার সময়ও | একই ফ্লোরের স্থায়ী লকআপে তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় | ইডি বিল্ডিয়ের ৭ তলার কনফারেন্স রুমের একটা অংশ ঘিরে তৈরি হয়েছে অস্থায়ী লক আপ | সেই ঘরে রয়েছে একটি পাখা, বিছানা ও একটি কাঠের চেয়ার | কোনও অ্যাটাচ বাথরুমের ব্যবস্থাও নেই| শৌচালয়ে যাওয়ার প্রয়োজন হলে নিতে হচ্ছে নিরাপত্তারক্ষীদের সাহায্য | মঙ্গলবার ইডির জিজ্ঞাসাবাদ ছাড়া বেশিরভাগ সময় বিছানায় শুয়ে কাটিয়েছেন পার্থ |দুপুরে সামান্য সাধারণ খাবার ছাড়া বার তিনেক গ্রিন টি খেয়েছেন | এদিকে সাততলাতেই ইডির স্থায়ী লকআপে রাখা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়কে | এমনিতে সেখানে চারজনকে রাখার ব্যবস্থা আছে | তবে এই মুহূর্তে সেখানে শুধু অর্পিতাই আছেন | এই লকআপে দু’টি ফ্যান, অ্যাটাচ টয়লেট এবং চারটে বিছানা আছে | গতকাল তাঁকেও ইডির একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় | বুধবার সকালে আবার চেকআপের জন্য সিজিও কমপ্লেক্স থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে | আদালতের নির্দেশ ছিল, হেফাজতে থাকাকালীন প্রতি ৪৮ ঘণ্টা অন্তত তাঁদের মেডিক্যাল পরীক্ষা করাতে হবে | সেই নির্দেশ মেনেই এদিন সকালে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের | সেখান থেকে ফিরে ফের শুরু জিজ্ঞাসাবাদ | মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে পার্থ-অর্পিতাকে বলে সূত্রের খবর | তবে ইডি সূত্রে খবর, অর্পিতা জেরায় পূর্ণ সহযোগিতা করলেও এখনও পর্যন্ত পার্থ ঠিকমতো সহযোগিতা করছেন না | শিক্ষক নিয়োগে দুর্নীতি ও বিপুল টাকার উত্‍স নিয়ে মঙ্গলবার তৃণমূল মহাসচিবকে ইডি-র একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয় | সব প্রশ্নের গ্রহণযোগ্য উত্তর এখনও পার্থবাবু দেননি বলে ইডি সূত্রের খবর | তাই বুধবার আরেকবার তাকে ম্যারাথন জেরার মুখে পড়তে হবে বলে জানা গিয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *