Breaking News

ইডি’র তলবে সাড়া, নির্ধারিত সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে মানিক ভট্টাচার্য,একাধিক বিষয়ে হচ্ছে জেরা!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মানিক ভট্টাচার্যকে আজ, বুধবার ইডির অফিসে হাজিরা দিতে বলা হয়েছিল | তাঁর বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছিলেন কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা | নির্ধারিত সময়ে বেশ অনেকটাই আগে ইডি দফতরে ঢুকলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য | মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে এই মামলায় বহু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করা হচ্ছে | প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আগেই নাম জড়িয়েছিল তাঁর | তাই তাঁকে পদ থেকে সরানো হয়েছিল | এই মামলায় আগেই তাঁকে সিবিআই তলব করেছিল | কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হতেই মানিক ভট্টাচার্যকে তলব করে ইডি | আজ সেই ডাকে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন মানিক ভট্টাচার্য | কয়েকদিন আগে প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্থাবর–অস্থাবর সম্পত্তির হিসাব তলব করেছিল কলকাতা হাইকোর্ট | এবার তাঁর সম্পত্তি খতিয়ে দেখতে ইডির তাঁকে জিজ্ঞাসাবাদ বলে সূত্রের খবর | উল্লেখ্য, সম্প্রতি তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন ইডির আধিকারিকরা | তখন তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল বেশকিছু নথি | এমনকী মিলেছিল সিডিও সেই সূত্র ধরেই একাধিক তথ্য উঠে আসে ইডির হাতে | তারপরই এই নথি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য মানিককে তলব করা হয় | উল্লেখ্য, গত মঙ্গলবার তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল | আজ, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *