দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী মাসে দিল্লিতে নীতি আয়োগের বৈঠক | আগস্টের শুরুতেই এই বৈঠকের আয়োজন করা হবে বলেই জানা গিয়েছে | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকা সেই বৈঠকে ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকবেন | সেইমতো সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও হাজির থাকবেন বলে খবর | নীতি আয়োগের বৈঠক ছাড়াও দিল্লিতে অনেকগুলি কর্মসূচীও আছে মুখ্যমন্ত্রীর | ৭ আগস্ট নীতি আয়োগের বৈঠক বলে খবর |তাতে অন্য সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও | জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদির ডাকে সাড়া দিয়ে তিনি দিল্লি যাচ্ছেন এমনটাই সূত্রের খবর | সংসদের অধিবেশন চলাকালীন প্রায় প্রতিবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে দিল্লিতে | সংসদ ভবনে তিনি যান | বিরোধী দলের একাধিক সাংসদের সঙ্গে দেখা করেন | এছাড়া জাতীয় রাজনৈতিক মহলের একাধিক ব্যক্তিত্বের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়ে থাকে | এবারও অধিবেশন চলাকালীন বাংলার মুখ্যমন্ত্রীর দিল্লি সফর নতুন কিছু নয়| তবে নীতি আয়োগের বৈঠকে তাঁর উপস্থিতি বর্তমান পরিস্থিতিতে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ| এছাড়া দিল্লির বিরোধী নেতৃত্বের সঙ্গেও তিনি দেখা করতে পারেন বলে জল্পনা রয়েছে | পাশাপাশি মমতার দেখা করার কথা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও |