Breaking News

‘যারা ষড়যন্ত্র করেছে, জানতে পারবেন’,হাসপাতাল থেকে বেরিয়ে ফের বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- জোকা ইএসআই হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা করে বের হওয়ার সময় ফের মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায় | বেরনোর সময় বলে দিলেন, ‘যারা ষড়যন্ত্র করেছে, জানতে পারবেন |’ সেই সঙ্গে বলে দেন, “মমতা ব্যানার্জির সিদ্ধান্ত ঠিক |” তৃণমূল সরকার তাঁকে সমস্ত পদ থেকে সরানোর পরই পার্থর এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ | হাসপাতালে ঢোকার সময়ই পার্থ বলেন,“আমি ষড়যন্ত্রের শিকার |” মন্ত্রিত্ব-সহ তৃণমূলের সমস্ত পর খোয়ানোর পর এই প্রথম নীরবতা ভেঙে এ কথা বলেন তিনি | বেলা ২টো ১৫ নাগাদ হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় সেই কথার রেশ ধরেই বলে দিলেন, “যারা ষড়যন্ত্র করেছে, জানতে পারবেন|”এরপরই তাঁকে প্রশ্ন করা হয়, আপনাকে নিয়ে দল যে সিদ্ধান্ত নিয়েছে, তা কি ঠিক? পার্থর জবাব, “দলের সিদ্ধান্ত সঠিক কি না, তা সময় বলবে |” এরপরই জানতে চাওয়া হয়, মন্ত্রিত্ব ও দলের অন্যান্য পদ থেকে যে পার্থকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে, তা নিয়ে তাঁর প্রতিক্রিয়া কী? এর উত্তরে পার্থ বলেন, “মমতা ব্যানার্জির সিদ্ধান্ত ঠিক |”এ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, “গ্রেফতার হওয়ার সাতদিন পরে উনি বলছেন ষড়যন্ত্রের কথা | সেটা ওনার ব্যাপার | উনি নিজেকে ডিফেন্ড করতেই পারেন | তবে চক্রান্ত হয়ে থাকলে আইনের পথ তো খোলা । লড়াই তো চলছে | তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক সম্মেলনের পর এ নিয়ে কোনও আমার কোনও বক্তব্য নেই |”বৃহস্পতিবার মন্ত্রিসভা থেকেও অপসারিত হন পার্থ চট্টোপাধ্যায় | শিল্পবাণিজ্য-সহ তথ্য-প্রযুক্তি, পরিষদীয় এবং শিল্প পুনর্গঠন দফতর থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয় | পার্থকে সরানোর পর নাম না করে প্রতিক্রিয়াও দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলেন “একজনকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিলাম | আমাদের দল খুব কঠোর দল | অনেক কষ্ট করে রাজনীতিটা করি | বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস থেকে পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, তাঁকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং নির্দোষ প্রমাণিত হয়ে পার্থ চট্টোপাধ্যায়কে দলে ফিরতে হবে | তৃণমূলের অন্দরেও প্রশ্ন ওঠে, নির্দোষ হলে কেন মুখ খুলছেন না পার্থ চট্টোপাধ্যায়?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *