দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-গরু পাচার কাণ্ডে গ্রেফতার আরও ১ জন | সিআইডি গ্রেফতার করল এনামুল ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে | ধৃতের নাম আবদুল বারিক বিশ্বাস | সূত্রের খবর, বসিরহাটের ব্যবসায়ী তিনি জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৪ টে নাগাদ বসিরহাট থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে | সূত্রের খবর, কয়লা মাফিয়া মীর দিলওয়ারকে জামুরিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছিল | তাকে জেরা করেই আব্দুলের সন্ধান পায় সিআইডি| এরপরই শুরু হয় অভিযান| শুক্রবার বিকালে তাকে গ্রেফতার করা হয় | সূত্রের খবর, সম্প্রতি ড্রোন উড়িয়ে কয়লা পাচারের মূল জায়গায় পৌঁছতে চেয়েছিলেন তদন্তকারীরা | তখনই দেখা যায় প্রায় ২৫ বছর আগে বন্ধ হয়ে গিয়েছে ইসিএলের একটি খনি | সেই পরিত্যক্ত খনি থেকেই চলছিল কয়লা উত্তোলনের কাজ | এই ফুটেজ দেখে নড়েচড়ে বসে সিআইডি | আদালতেও সেই ছবি পেশ করে সিআইডি। জামুরিয়ার হিজলগড়া থেকে গ্রেফতার করা হয়েছিল মীর দিলওয়ার হককে|| পরে তাকে জেরা করে সিআইডি আব্দুল বারিকের সন্ধান পায় | অনেকের মতে কয়লা পাচারকাণ্ডে তদন্তে নেমে এবার বড় সাফল্য পেল সিআইডি | আর কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে | সিআইডি সূত্রে খবর, গরু পাচারের সঙ্গে যুক্ত সন্দেহে তাঁকে গ্রেফতার করা হয়েছে | তাঁর বিরুদ্ধে গরু, কয়লা এবং সোনা পাচারের অভিযোগ রয়েছে| প্রসঙ্গত, এর আগেও বারিক গ্রেফতার হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে |