প্রসেনজিৎ ধর, কলকাতা :- ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে রাতভর টেট উত্তীর্ণদের বিক্ষোভ| বিক্ষোভকারীদের দাবি, এসএসসি-র চাকরিপ্রার্থীদের মতো তাঁদেরও কথা বলার জন্য সময় দিতে হবে | গতকাল এসএসসি-র আন্দোলনকারীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সময় তাঁর অফিসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন ২০১৪-র প্রাথমিকের টেট উত্তীর্ণরা | দাবি পূরণ না হওয়া পর্যন্ত অভিষেকের অফিসের সামনে ধর্না অবস্থান চলবে বলে জানিয়েছেন তাঁরা| এসএসসি দুর্নীতি ইস্যুতে উত্তাল রাজ্য | যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্যদের টাকার বিনিময়ে সরকারি স্কুলে চাকরি দেওয়ার অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে | চাকরির দাবিতে কলকাতার মেয়ো রোডে গত ৫০৩ দিন ধরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এসএসসির চাকরিপ্রার্থীরা | ইতিমধ্যেই এসএসসির নবম-দশম ও একাদশ-দ্বাদশের চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | চাকরিপ্রার্থীদের দাবি, তাঁদের দাবি পূরণে দ্রুত সবরকম পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক | অভিষেকের সঙ্গে বৈঠকের পর কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন এসএসসি চাকরিপ্রার্থীরা | এবার অভিষেকের সঙ্গে সাক্ষাতের দাবি টেট উত্তীর্ণদেরও | এই দাবিতে গতকাল থেকেই অভিষেকের ক্যামাক স্ট্রিটে অফিসের সামনে অবস্থান বিক্ষাভ চালিয়ে যাচ্ছেন টেট উত্তীর্ণরা |তাঁদের দাবি, অবিলম্বে টেটের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করতে হবে |