Breaking News

কলকাতার শপিংমলে পুলিশের হাতে গ্রেফতার ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে মামলাকারী আইনজীবী,উদ্ধার ৫০ লক্ষ টাকা!

দেবরীনা মণ্ডল সাহা :- ঝাড়খণ্ডের একজন আইনজীবীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ | কলকাতার এক ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করার অভিযোগে সেই আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে | ধৃত আইনজীবীর নাম রাজীব কুমার | পুলিশ সূত্রে খবর, তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা | প্রতারণার অভিযোগে রবিবার রাতে কলকাতার এক শপিং মল থেকে ঝাড়খণ্ডের এক আইনজীবীকে গ্রেফতার করে পুলিশ | হেয়ার স্ট্রিট থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয় | তিনি রাঁচির বাসিন্দা | ঝাড়খণ্ডে বিভিন্ন সময় সরকারের বিরুদ্ধে বহু জনস্বার্থ মামলা করেছেন তিনি | মামলা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধেও | কলকাতার গোয়েন্দা বিভাগের এক কর্তা বলেন, ‘মধ্য কলকাতার একটি শপিংমল থেকে রাজীব কুমারকে গ্রেফতার করা হয় | তাঁর কাছ থেকে ৫০ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে | অভিযুক্ত আইনজীবী কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে রাঁচি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন | সেই মামলা প্রত্যাহারের জন্য তিনি প্রথমে ব্যবসায়ীর কাছে ১০ কোটি টাকা দাবি করেছিলেন | আলোচনার পরে তিনি তাঁর দাবির পরিমাণ নাকি কমিয়ে ৪ কোটি করেন | পরে ১ কোটি টাকায় রফদফা হয় পুরো মামলা |’ অভিযোগ, এই এক কোটি টাকা দুই কিস্তিতে নেওয়ার কথা ছিল আইনজীবীর | সেই কিস্তি নিতেই কলকাতায় এসেছিলেন রাজীব | পুলিশ বলে, ‘ধৃত আইনজীবী সেই ব্যবসায়ীকে ভয় দেখিয়ে বলেছিলেন যে তাঁর কেন্দ্রীয় সংস্থার সঙ্গে যোগাযোগ রয়েছে এবং ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে হানা দেবে কেন্দ্রীয় গোয়েন্দারা |’লক্ষ লক্ষ টাকা নিয়ে ঝাড়খণ্ড থেকে বাংলায় প্রবেশের পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন সে রাজ্যের তিন কংগ্রেস বিধায়ক | তাঁদের গাড়ি থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে | ধৃতদের ১০ দিনের হেফাজতে নিয়ে হাওড়া পুলিশ খতিয়ে দেখছে ঘটনাটি | ওই তিনজনকে ইতিমধ্যে সাসপেন্ডও করেছে দল | সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলকাতা পুলিশের জালে ধরা পড়লেন ঝাড়খণ্ডেররই এক আইনজীবী |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *