Breaking News

মন্ত্রিসভায় বড়সড় রদবদল! আসতে চলেছে ৫ থেকে ৬ টি নতুন মুখ, ঘোষণা মুখ্যমন্ত্রীর,নয়া মন্ত্রিসভায় শিকে ছিঁড়তে পারে বাবুলের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল হবে আজ | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার বিকেল ৪ টার সময় সিদ্ধান্ত নেওয়া হবে মন্ত্রিসভা নিয়ে | তবে চূড়ান্ত হয়ে গেল মমতার মন্ত্রিসভায় নতুন মুখদের নাম | মন্ত্রী হিসেবে মোট শপথ নিচ্ছেন ৯ জন বলে সূত্রের খবর | যার মধ্যে ৮ জন-ই নতুন মুখ | বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদলে শিকে ছিঁড়তে পারে বাবুল সুপ্রিয়র | বালিগঞ্জের তৃণমূল বিধায়ককে মন্ত্রিসভায় জায়গা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় | একটি বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে বাবুল ছাড়াও স্নেহাশিষ চক্রবর্তী, পার্থ ভৌমিক, উদয়ন গুহ এবং প্রদীপ মজুমদারকেও মন্ত্রী করতে পারেন মুখ্যমন্ত্রী | এছাড়াও বিপ্লব রায় চৌধুরী, তাজমুল হোসেন এবং সত্যজিৎ বর্মনদেরও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় | বীরবাহা হাঁসদা স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হতে পারেন | এবার রাজ্যের নতুন মন্ত্রীদের বিষয়ে তৃণমূলের এক সিনিয়র নেতা বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তরুণ মন্ত্রিসভা চেয়েছিলেন | সেই কারণেই দলের তরুণ মুখ বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিক, স্নেহাশিষ চক্রবর্তীদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে|” শাসকদলের ওই নেতা আরও বলেছেন, “আমাদের সেকেন্ড ইন কমান্ড এবং সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নতুন মন্ত্রিসভায় তরুণ মুখ আনতে চান | সেটাই বাস্তবায়িত হবে | তিনি বাবুল সুপ্রিয়, পার্থ ভৌমিকের মতো নেতাদের সামনে আনতে চেয়েছিলেন |”কিছু মন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তাঁদের দলীয় কর্মসূচিতে ব্যবহার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় | এই মুহূর্তে মন্ত্রিসভা ও দল দুটোতেই বিশেষ নজর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী নিজে | সূত্রের খবর, মন্ত্রিসভা থেকে বাদ যাচ্ছেন কেও কেও | সেই জায়গায় দেখা যাবে নতুন মুখ | তবে মন্ত্রিসভা থেকে যাঁদের বাদ দেওয়া হবে তাঁদেরকেও দেওয়া হতে পারে সংগঠন সামলানোর কাজ | সেই সঙ্গে ‘দিদি’র কড়া বার্তা, ‘এমন কোনও কাজ করবেন না যার জন্য দল ও মন্ত্রিসভার বদনাম হতে পারে |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *