Breaking News

ফের কলকাতায় বিপুল টাকার হদিশ সিআইডির! এবার লালবাজার চত্বরের বিকানের ভবনে উদ্ধার লক্ষ লক্ষ টাকা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতায় ফের লক্ষ লক্ষ টাকা উদ্ধার | লালবাজারের উল্টোদিকে বিকানের বিল্ডিংয়ের একটি দফতরে তল্লাশি চালিয়ে লাখ লাখ টাকা উদ্ধার করেছে সিআইডি গোয়েন্দারা | উদ্ধার হওয়া মোট টাকার পরিমাণ ৩ লাখ ৩১ হাজার, এমনটাই জানা যাচ্ছে সিআইডি সূত্রে | একইসঙ্গে কমপক্ষে ২৫০টি রূপোর কয়েনও উদ্ধার হয়েছে ওই ব্যবসায়ীর অফিস থেকে| প্রাথমিকভাবে অনুমান, এই টাকা হাওড়ার পাঁচলা থেকে ঝাড়খণ্ডের তিন বিজেপি বিধায়ক গ্রেফতার কাণ্ডের সঙ্গে যুক্ত | এদিন বিকানের বিল্ডিংয়ে ওই ব্যবসায়ীর অফিসের তালা ভেঙে ভিতরে ঢোকেন তদন্তকারীরা | প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি | উপস্থিত ছিলেন সিআইডির উচ্চপদস্থ কর্তারা | এই অফিসেই টাকার হাতবদল হয়েছিল বলে মনে করছেন সিআইডি অফিসাররা | সিআইডি সূত্রে খবর, যে দফতর থেকে লাখ লাখ টাকা মিলেছে সেটির মালিকের নাম মহেন্দ্র আগরওয়াল | আপাতত ফেরার তিনি| এই দফতরে শেয়ার ট্রেডিং হত বলে জানা গিয়েছে | তাহলে কী শেয়ার ট্রেডিংয়ের আড়ালে হাওয়ালা কার্যকলাপ চলত? খতিয়ে দেখছে সিআইডি | সিআইডি এবং হেয়ার স্ট্রিট থানার পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে চলছিল তল্লাশি। | টাকা এবং নথি উদ্ধারের পরই ঘটনাস্থলে গেছেন সিআইডির পদস্থ আধিকারিকদের আরও একটি দল | সেখান থেকে আর কোনও গুরুত্বপূর্ণ তথ্য মেলে কি না, তা খতিয়ে দেখবেন তাঁরা |এদিকে ঝাড়খণ্ডের সরকার ফেলায় বিজেপির ষড়যন্ত্র নিয়ে তৃণমূলের তরফে মুখ খুলেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ | তাঁর কথায়, “মহারাষ্ট্রের সরকার ফেলার বিষয়ে অসমের নাম উঠে এসেছে | এক্ষেত্রেও অসমের নাম জড়াচ্ছে | সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারীরা কিছুদিন আগে এই ঘটনার ইঙ্গিত দিচ্ছিলেন | এবার তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা দরকার |”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *