প্রসেনজিৎ ধর, কলকাতা :- মন্ত্রিসভার রদবদল হল, এল নতুন মুখ | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত মন্ত্রিসভায় একাধিক নতুন মুখ এল | মমতার মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবে মোট শপথ নিচ্ছেন ৯ জন | যার মধ্যে আবার ৮ জন-ই নতুন মুখ | মোট ৯ জন মন্ত্রীর মধ্যে ৫ জন পূর্ণমন্ত্রী |এদিন নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল লা গনেশন | রাজভবনে হয় শপথগ্রহণ অনুষ্ঠান | শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সহ বাকি মন্ত্রীরাও উপস্থিত ছিলেন |
- পূর্ণমন্ত্রী
প্রদীপ মজুমদার
পার্থ ভৌমিক
উদয়ন গুহ
বাবুল সুপ্রিয়
স্নেহাশিস চক্রবর্তী
- স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা
বীরবাহা হাঁসদা
বিপ্লব রায়চৌধুরী
- প্রতিমন্ত্রী
তাজমূল হোসেন
সত্যজিৎ বর্মন
সদ্যই বিধায়ক হিসেবে সুব্রত মুখোপাধ্যায়ের গড় থেকে জয় পেয়েছেন বাবুল সুপ্রিয় | বিজেপি-র তরফে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ছাঁটাই করা হয়েছিল তাঁকে | এরপরই তিনি দলবদল করেছিলেন | তৃণমূলে এসেই সুব্রত মুখোপাধ্যায়ের জায়গায় বালিগঞ্জ থেকে উপনির্বাচনে লড়াই করেন | ভোটে জেতার পর এবার রাজ্য মন্ত্রিসভায় ঠাঁই পেলেন বাবুল সুপ্রিয় |
অন্যদিকে , বামফ্রন্ট জমানার মন্ত্রী উদয়ন গুহ এবার তৃণমূলের তৃতীয় টার্মের সরকারের পূর্ণমন্ত্রী | মন্ত্রিত্ব পেয়ে উদয়ন গুহ বলেন, “মুখ্যমন্ত্রী দেখেছেন গ্রামে গ্রামে ঘুরি, কাজ করার চেষ্টা করেছি| এই দেখেই ভরসা করেছেন | একমাত্র মুখ্যমন্ত্রীই ঠিক করবেন কোন দফতরের দায়িত্ব দেওয়া হবে | যে দায়িত্বই পাই না কেন, চ্যালেঞ্জ নিতে আমি রাজি | চ্যালেঞ্জ না থাকলে কাজ করে আনন্দ পাওয়া যায় না |”ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপি-র বিরুদ্ধে ভোটের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পার্থ ভৌমিক | শপথগ্রহণের পর পার্থ ভৌমিকের প্রতিক্রিয়া, “মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই ২০২১ সালে লড়েছে, বাংলার কোনও মানুষ সজ্ঞানে তা অস্বীকার করতে পারবে না| বাংলার মানুষ তাঁকে বিশ্বাস করে | তাঁর বিকল্প কেউ নেই | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেই লড়াই লড়েছি | তিনি ভরসা করেছেন | যা দায়িত্ব দেবেন পালন করব|”স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন পাঁশকুড়া পূর্বের বিধায়ক বিপ্লব রায়চৌধুরী | এদিকে প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ঝাড়গ্রামের বিধায়ক বীরবাহা হাঁসদা | তিনি বলেন, “ঝাড়গ্রামের প্রতিটা মানুষের পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে | তাঁরা আমার উপর ভরসা রেখেছেন | মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক সাহেবের নির্দেশে কাজ করে যাব| মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেও প্রস্তুত |”নতুন মন্ত্রীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এদিন কয়েকজন হেভিওয়েট মন্ত্রীর দফতর রদবদল হতে চলেছে | পার্থ চট্টোপাধ্য়ায়ের হাতে থাকা শিল্প-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি, পরিষদীয় দফতরের মত অত্যন্ত গুরুত্বপূর্ণ দফতরগুলিকে মুখ্যমন্ত্রীকে বণ্টন করতে হবে,সেইসঙ্গে রয়েছে পঞ্চায়েত দফতরও | এক্ষেত্রে ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটকের নাম উঠে আসছে | ফিরহাদের হাতেও আছে অনেকগুলি দফতর। তিনি কলকাতার মেয়র, হিডকোর চেয়ারম্যান | একইসঙ্গে নগরোন্নয়ন, পরিবহন ও আবাসন দফতরের মন্ত্রী | যেটা শোনা যাচ্ছে, আবাসন ও পরিবহন দফতর ফিরহাদের হাত থেকে নিয়ে তাঁকে আরও গুরুত্বপূর্ণ কোনও দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে |