Breaking News

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ!অভিযুক্তকে মার ২ মহিলার

দেবরীনা মণ্ডল সাহা :- এবার ভুয়ো বিডিও’র হদিশ মিলল হাওড়ায়| চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ | ওই ব্যক্তি নিজেকে বিডিও পরিচয় দিয়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিতেন বলে অভিযোগ | আরও অভিযোগ, সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি টাকা তুলতেন বলে জানা গিয়েছে, অভিযুক্তের নাম রাজেশ চট্টোপাধ্যায় | বাড়ি, ডোমজুড়েই| অভিযোগ, নিজেকে বিডিও অফিসের কর্মী হিসেবে পরিচয় দিতেন তিনি | এমনকী, খাদ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে মহিলাদের কাছ টাকাও নিয়েছিলেন | কেউ ৩০ হাজার, তো কেউ আবার ৩৫ হাজার | চাকরি পাওয়ার আশায় রাজেশকে টাকা দিয়েছিলেন ১০ জন, কিন্তু চাকরি পাননি কেউই | বুধবার সকালে হাওড়ার ডোমজুরের বিডিও গার্গী দাস দফতরে ঢোকার সময় জানতে পারেন দু’জন মহিলা এক ব্যক্তিকে বেধড়ক মারধর করছেন | বিডিও তড়িঘড়ি ওই দুই মহিলাকে ডেকে পাঠান | সেই অনুযায়ী বিডিওর কাছে যান তাঁরা | মহিলাদের অভিযোগ, ওই ব্যক্তিটি চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা করে বলেও অভিযোগ | সে কারণেই ‘প্রতারক’কে বেধড়ক মারধর করেন দু’জনে | একথা শোনার পর রাজেশ চক্রবর্তী নামে ওই ব্যক্তির সঙ্গেও কথা বলেন বিডিও | প্রতারণার কথা স্বীকার করে নেয় ওই ব্যক্তি | এরপর বিডিও তাকে পুলিশের হাতে তুলে দেয় | এই ঘটনার ছবি ধরা পড়ে বিডিও অফিসের সিসিটিভি ক্যামেরায় | প্রতারণার অভিযোগ স্বীকার করে নেন রাজেশ | এমনকী, তিনি যে বিডিও অফিসের কর্মী নন, সেকথাও জানান | এরপর খবর দেওয়া হয় থানায় | অভিযুক্তকে আটক করেছে পুলিশ | অন্যদিকে অভিযুক্ত রাজেশ চক্রবর্তীকে গ্রেফতার করার পর শুরু হয়ে গিয়েছে চাপানউতোর | বর্তমানে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন| নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ইডির গোয়েন্দারা | তার মাঝে আবার চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ সামনে এলো | হাওড়ায় ধৃত রাজেশ চক্রবর্তিকে জেরা করে পুলিশ জানতে চাইছে এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *