দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ক্যাবিনেটে আট নতুন মুখ নিয়ে আসার পাশাপাশিই রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী| মন্ত্রিসভার সম্প্রসারণ ও রদবদলে কপাল পুড়ল চার জনের| মন্ত্রিত্ব থেকে ছুটি হয়ে গেল প্রাক্তন পুলিশ আধিকারিক হুমায়ুন কবীর,শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র ও রত্না দে নাগের | কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের দায়িত্বেও কাটছাঁট করা হল | তাঁর হাতছাড়া হয়েছে পরিবহণ ও আবাসন দফতর | শুধু পুর ও নগরোন্নয়ন দফতর রয়েছে | পরিবহণ দফতর দেওয়া হয়েছে মন্ত্রিসভায় নতুন আসা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তীকে | পার্থ চট্টোপাধ্যায়ের হাতে থাকা পরিষদীয় দফতর দেওয়া হয়েছে শোভনদেব চট্টোপাধ্যায়কে | শিল্প-বাণিজ্য দেখবেন শশী পাঁজা | তথ্য-প্রযুক্তি ও ইলেকট্রনিকস দফতরের দায়িত্ব পেয়েছেন নবাগত বাবুল সুপ্রিয় |
নতুন মন্ত্রিসভায় কে কোন দায়িত্বে? দেখে নিন
- শোভনদেব চট্টোপাধ্যায় পেলেন কৃষি দফতর এবং পরিষদীয় দফতরের দায়িত্ব |
- দু’টি দফতর হাতছাড়া হল ফিরহাদ হাকিমের | তিনি কেবলমাত্র রইলেন পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্বে।
- বাবুল সুপ্রিয় পেলেন তথ্য-প্রযুক্তি এবং পর্যটন দফতরের দায়িত্ব|
- নারী ও শিশুকল্যাণ দফতরের পাশাপাশি শশী পাঁজা পেলেন শিল্প-বাণিজ্য দফতরের অতিরিক্ত দায়িত্ব |
- পরিবহণ দফতরের দায়িত্বে স্নেহাশিস চক্রবর্তী |
- পার্থ ভৌমিক পেলেন সেচ এবং জলপথ দফতরের দায়িত্ব |
- প্রদীপ মজুমদারকে দেওয়া হল পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব | এই দফতরের মন্ত্রী ছিলেন সুব্রত মুখোপাধ্যায় |
- উদয়ন গুহ হলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী | এই দফতর ছিল গৌতম দেবের কাছে |
- বিপ্লব রায়চৌধুরী হলেন মৎস্য দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী |
- তাজমুল হোসেন হলেন ক্ষুদ্র, ছোট ও মাঝারি দফতর এবং বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী |
- সত্যজিৎ বর্মন পেলেন শিক্ষা দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব |
শ্রীকান্ত মাহাতকে দেওয়া হল ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব | এই দফতরের প্রতিমন্ত্রী হলেন তিনি | - ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী হলেন বিপ্লব মিত্র | এই দফতরের দায়িত্বে ছিলেন প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডে |
- ইন্দ্রনীল সেনের হাতছাড়া হল পর্যটন দফতর | তাঁর কাছে থাকল তথ্য ও সংস্কৃতি দফতর | এছাড়াও প্রযুক্তিবিদ্যা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল |
- কারা দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অখিল গিরি |
- বেচারাম মান্না হলেন কৃষি বিপণন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং পঞ্চায়েত ও গ্রমোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী |
- পূর্ত এবং জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের দায়িত্বে মন্ত্রী পুলক রায় |
- বিজ্ঞান, প্রযুক্তি দফতরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস |
- অরুপ বিশ্বাসের হাতে রইল বিদ্যুৎ এবং ক্রিড়া ও যুব কল্যাণ দফতর |
- মলয় ঘটকের দায়িত্বে রইল আইন এবং শ্রম দফতর |
মন্ত্রিসভায় রদবদলের ঘোষণার সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এতগুলি দফতরের দায়িত্ব তাঁর একার পক্ষে সামালানো সম্ভব নয় | তাঁর হাতে রইল স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, কর্মিবর্গ দফতর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতর, ভূমি ও ভূমিসংস্কার এবং উদবাস্তু পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি দফতর, পরিকল্পনা ও পরিসংখ্যান এবং কর্মসূচি নিরীক্ষণ দফতর |