Breaking News

ঝাড়খন্ডের বিধায়ক কেনাবেচা কাণ্ডে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য!আগেও ৭৫ লক্ষ টাকা হাতবদল হয়েছে কলকাতায়

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ঝাড়খন্ডের বিধায়ক কেনাবেচা কাণ্ডে সামনে এল বিস্ফোরক তথ্য | ৩০ জুলাই প্রথমবার টাকা হাতবদল হয়নি| তার আগেও একবার টাকা হাতবদল হয়েছে| ২১ জুলাই কলকাতায় আসেন ইরফান ও রাজেশ কাচ্চপ | এক শেয়ার ব্যবসায়ী সেদিন ৭৫ লক্ষ টাকা বিধায়কদের হাতে দিয়েছিলেন | ঠিক তার আগের দিনই গুয়াহাটিতে এক শীর্ষ বিজেপি নেতার সঙ্গে বৈঠক করেছিলেন দুই বিধায়ক | যেখানে মধ্যস্থতাকারী হিসেবে সিদ্ধার্থ মজুমদার হাজির ছিলেন বলে অভিযোগ, অন্যদিকে লালবাজার এলকায় বিকানের বিল্ডিংয়ে যে ব্যবসায়ীর অফিসে শনিবার সন্ধ্যায় টাকা হাতবদল হয় বলে অনুমান, সেই ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালকে বৃহস্পতিবার ফের তলব করেছে সিআইডি | সিআইডি সূত্রে জানা গিয়েছে, ১৯-২০ জুলাই নাগাদ কলকাতায় এসেছিলেন ঝাড়খণ্ডের দুই কংগ্রেস বিধায়ক | এখান থেকে গুয়াহাটি গিয়েছিলেন বৈঠক করতে | সেখানে এক বিজেপি নেতার সঙ্গে বৈঠকও করেছিলেন রাজেশ কাচ্ছাপ এবং ইরফান আনসারি, এমনটাই দাবি তদন্তকারীদের | এরপর গত ২১ জুলাই প্রায় ৭৫ লক্ষ টাকা নিয়ে কলকাতা থেকে ঝাড়খণ্ডে ফিরেছিলেন কংগ্রেসের দুই বিধায়ক | আর এই নগদ তাঁদের হাতে তুলে দিয়েছিলেন সিআইডির নজরে থাকা ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়াল,এমনই অভিযোগ উঠছে | এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে এদিন ফের তাঁকে তলব করেছেন সিআইডি আধিকারিকরা | বুধবারও গভীর রাত পর্যন্ত তাঁকে জেরা করা হয় | জেরায় নাকি ব্যবসায়ী দাবি করেছেন, কালো ব্যাগে যে টাকা রয়েছে তা তিনি জানতেনই না | বোর্ড লাগানো গাড়ি থেকে ৪৯ লাখ টাকা উদ্ধার হয় | বিপুল টাকা-সহ গ্রেফতার হন ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক | ওই ৪৯ লাখ টাকা ৩ বিধায়কের কাছে কীভাবে এল? ঝাড়খণ্ড কংগ্রেসের এক বিধায়ক অভিযোগ করেছেন, সরকার ভাঙার জন্যই ওই টাকার লেনদেন হচ্ছিল | সরকার ভাঙার জন্য তাঁকে ১০ কোটি টাকা টোপ দেওয়া হয়েছিল | অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার লালবাজার এলাকায় বিকানের বিল্ডিংয়ের ব্যবসায়ী মহেন্দ্র আগরওয়ালের অফিসে তল্লাশি চালায় সিআইডি | সিআইডি-র অনুমান, এই ব্যবসায়ীর সঙ্গে হাওয়ালা যোগ রয়েছে| তল্লাশি অফিস থেকে মোট ৩ লাখ ৩১ হাজার টাকা উদ্ধার হয় | সেইসঙ্গে কমপক্ষে ২৫০টি রূপোর কয়েনও উদ্ধার হয় | এই অফিসেই টাকার হাতবদল হয়েছিল বলে মনে করছেন সিআইডি অফিসাররা |এর পাশাপাশি, ঝাড়খন্ডে সরকার ফেলার ‘ষড়যন্ত্র’ মামলায় মঙ্গলবার সিদ্ধার্থ মজুমদারের নামে লুক আউট সার্কুলারও ইস্যু করে সিআইডি | ধৃত তিন বিধায়ককে জেরা করেই উঠে আসে সিদ্ধার্থ মজুমদারের নাম | ২০ জুলাই ও গত শুক্রবার গুয়াহাটিতে যে বৈঠকে হয়, সেখানে মধ্যস্থতাকারী হিসাবে ছিলেন দিল্লির বাসিন্দা এই সিদ্ধার্থ মজুমদার | কিন্তু বুধবার অভিযুক্তের দিল্লিতে বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে দিল্লি পুলিসের বাধার মুখে পড়েন সিআইডি অফিসাররা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *