প্রসেনজিৎ ধর, কলকাতা :- বুধবার সিবিআই-এর ডাকে সাড়া দিলেন না বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল| বুধবার সকাল থেকেই ছিল জল্পনা, ১০ বার তলব করার পর বুধবার কি তিনি হাজিরা দেবেন সিবিআই-এর সামনে | কথা ছিল এ দিন সকাল ১১টা নাগাদ হাজিরা দেওয়ার | সূত্র মারফত সকালেই খবর পাওয়া যায়, তিনি সিবিআইয়ের হাজিরা এড়াতে পারেন| সেই পরিস্থিতিতেই বেলা ১১টা নাগাদ খবর আসে, অনুব্রতর আইনজীবীরা নতুন করে সিবিআই-এর কাছে একটি আবেদনপত্র জমা দেন | সেখানে বলা হয়, ১৪ দিন সময় চাইছেন অনুব্রত | সুস্থ হয়ে তিনি ফের সিবিআই-এর সামনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হবেন | গরুপাচার মামলায় সিবিআইয়ের দশম তলব এড়ালেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল | সূত্রের খবর, অনুব্রতের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইয়ের কাছে সময় চেয়েছেন তাঁর আইনজীবীরা |গত সোমবার তৃণমূল নেতাকে নিজাম প্যালেসে হাজিরার ‘নির্দেশ’ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | রবিবার কলকাতায় আসেন অনুব্রত | কিন্তু সোমবার নিজাম প্যালেসে যাননি| তিনি এসএসকেএমে চিকিৎসা করে বোলপুরের বাড়িতে ফিরে যান | এরপর মঙ্গলবার সিবিআই সংশ্লিষ্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কেষ্টকে দশম চিঠি পাঠায় | কিন্তু বুধবারও কলকাতার সিবিআই দফতরে আসেননি অনুব্রত | বুধবার সকালে এই চিঠি নিয়ে নিজাম প্যালেসে হাজির হন অনুব্রতর আইনজীবীরা | সূত্রের খবর, আইনজীবী মারফত সিবিআইয়ের কাছে ১৪ দিন সময় চেয়েছেন তিনি | অনুব্রত অসুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকেরা | অর্শের সমস্যা ভোগাচ্ছে তৃণমূল নেতাকে | তার উপর শ্বাসকষ্ট, মানসিক উদ্বেগ, অস্থিরতা ইত্যাদিতে ভুগছেন অনুব্রত | তাঁকে ‘বেড রেস্ট’ নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা | যদিও সাদা কাগজে অনুব্রতকে লেখা এই ডাক্তারি পরামর্শ নিয়ে শুরু হয়েছে বিতর্ক |