Breaking News

‘‌পার্থের ঘটনায় লজ্জিত, তৃণমূলের সবাই চোর নয়’, সম্পত্তি বৃদ্ধি মামলায় বিরোধীদের তোপ তৃণমূলের!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- সম্পত্তি বৃদ্ধি মামলায় এবার বিরোধীদের পাল্টা আক্রমণ শানাল তৃণমূল কংগ্রেস | বুধবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী ব্রাত্য বসু ও ফিরহাদ হাকিমের অভিযোগ, সম্পত্তি বৃদ্ধি মামলায় নাম রয়েছে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদেরও | কিন্তু বেছে বেছে শুধু তৃণমূলের নেতা-মন্ত্রীদেরই নাম তোলা হচ্ছে | তাঁদের দাবি, এই মামলায় নাম রয়েছে অধীর চৌধুরী, সূর্যকান্ত মিশ্র, অশোক ভট্টাচার্যের মতো হেভিওয়েটদের |বুধবার বিধানসভা থেকে সম্পত্তি বৃদ্ধি মামলা প্রসঙ্গে ব্যাখ্যা দেন ব্রাত্য-ফিরহাদরা | তৃণমূলকে একপেশে আক্রমণের অভিযোগ তুলে ফিরহাদ হাকিম বলেন, “নির্বাচনী হলফনামায় আয়-ব্যয়ের সব হিসাব দিয়েছি | আয়কর দফতর কোনও পদক্ষেপ করেনি | রোজগার করা, সম্পত্তি বাড়ানো অন্যায় নয় | এটা জনস্বার্থ মামলা নয় | রাজনৈতিক স্বার্থে করা মামলা | বিজেপির বি টিম হয়ে কংগ্রেস-সিপিএম আক্রমণ করছে | অর্ধেক তথ্য প্রকাশ করছেন কেন?” পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রসঙ্গে উল্লেখ করে ফিরহাদের দাবি, “পার্থ যা করেছেন, তাতে আমরা লজ্জিত | কিন্তু তার মানে এটা নয় যে, তৃণমূলের সবাই চোর|”বুধবার বিধানসভা থেকে ব্রাত্য বসুর দাবি,’নির্বাচনে হেরে গিয়ে কুৎসার রাজনীতি করছে বিরোধীরা | তার কুপ্রভাব ছড়িয়ে পড়ছে সর্বত্র | সম্পত্তি বৃদ্ধির তালিকায় রয়েছে অধীররঞ্জন চৌধুরী, সূর্যকান্ত মিশ্র, অশোক ভট্টাচার্য, কান্তি গঙ্গোপাধ্যায়, আবু হেনা, ফণীভূষণ মাহাতো, ধীরেন বাগদি, রূপরানি মণ্ডল, তরুণকান্তি ঘোষ, চন্দন সাহা, নেপাল মাহাতো, মোহিত সেনগুপ্তর মতো রাজনৈতিক নেতৃত্বেরও | আমরা সিপিআইএম, কংগ্রেস বা অন্য দল নিয়ে কোনও মন্তব্য করব না | কুৎসার বিকল্প কুৎসা হতে পারে না | প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব | ২০২১ সালে জেতা বিজেপি প্রার্থীদের সম্পত্তির দিকেও নজর থাকবে |’‌প্রসঙ্গত, ২০১৭ সালে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল | সেই মামলায় বলা হয়, ২০১১ এবং ২০১৬ সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের নেতা–মন্ত্রীরা নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছিলেন, তাতে দেখা যাচ্ছে শাসকদলের একাধিক নেতার সম্পত্তি ২০১১ সালের পর থেকে কয়েকগুণ বেড়েছে | কোনও কোনও নেতার সম্পত্তি ১ হাজার গুণ পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ | এই সম্পত্তি বৃদ্ধির তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করা হয় | বিপ্লব কুমার চৌধুরী ও অনিন্দ্য সুন্দর দাস নামে দুই ব্যক্তি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *