দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় ফের প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে তলব করল ইডি | তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা| আগামী সপ্তাহে তাঁকে কলকাতায় ইডির অফিস সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছেন তদন্তকারীরা | সমস্ত নথি নিয়ে তাঁকে ইডি-র দফতরে আসতে বলা হয়েছে | প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আগেই নাম জড়িয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের | সেই কারণে পদ থেকে অপসারণ করা হয়েছিল তাঁকে | সেই মামলায় এর আগেই তাঁকে সিবিআই তলব করেছিল | কিন্তু সেবার হাজিরা এড়িয়ে যান মানিক | নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের গেফতারির গত ২৭ জুলাই মানিক ভট্টাচার্যকে তলব করে ইডি | পরবর্তীতে গত সোমবারও তদন্তকারীদের মুখোমুখি হন মানিক ভট্টাচার্য | প্রায় ৪ ঘণ্টা জেরা করা হয় তাঁকে | কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তদন্তে নেমে এর আগে মানিক ভট্টাচার্যকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে | সোমবার আবার তাঁকে তলব করল ইডির গোয়েন্দারা | ওইদিন সমস্ত নথি নিয়ে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে |