Breaking News

বিকিনি পরে ছবি পোস্টের জের! অধ্যাপিকার কাছে ৯৯ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের,আদালতের দ্বারস্থ হতে চলেছেন ওই অধ্যাপিকা

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বিকিনি পরে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন | আর সেই কারণে এক অধ্যাপিকাকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করার অভিযোগ উঠেছিল কলকাতার এক নামী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে | শুধু তাই নয়, চাকরি থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ‘মুখ পোড়ানো’ হয়েছে বলে এবার তাঁর কাছ থেকে ৯৯ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করল ওই বিশ্ববিদ্যালয় | বিকিনি পরে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেছিলেন | আর সেই কারণে এক অধ্যাপিকাকে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করার অভিযোগ উঠেছিল কলকাতার এক নামী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে | শুধু তাই নয়, চাকরি থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ‘মুখ পোড়ানো’ হয়েছে বলে এবার তাঁর কাছ থেকে ৯৯ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করল ওই বিশ্ববিদ্যালয় | পুরো বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছেন ওই অধ্যাপিকা | জানা গিয়েছে, ২০২১ সালের অক্টোবর মাসে এক পড়ুয়া ওই অধ্যাপিকার ছবি দেখেছিল | তারপরেই পড়ুয়ার বাবার অভিযোগের ভিত্তিতে তলব করা হয় অধ্যাপিকাকে | কেন বিকিনি পরে ছবি পোস্ট করেছেন তিনি, সেই প্রশ্নের জবাবদিহি করতে হয় | প্রসঙ্গত, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার আগে ওই ছবিগুলি ইনস্টা স্টোরিতে দিয়েছিলেন, যা মাত্র ২৪ ঘণ্টার জন্য দেখা যায় | তাছাড়াও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘প্রাইভেট’ করা রয়েছে অর্থাৎ যে কেউ চাইলেই তাঁর ছবি দেখতে পারেন না | সমস্ত কথা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালেও তাঁর কথা শুনতে রাজি ছিল না কেউই| অধ্যাপিকাকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়, সেই সঙ্গে চাকরিতে ইস্তফা দিতে বাধ্য করা হয় | অক্টোবর মাসে চাকরি ছেড়ে দেন ওই অধ্যাপিকা | প্রসঙ্গত, তিনি নিজেও সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী | তিনি জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসে ফের বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে নোটিস পাঠানো হয় | সেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অবমাননা করার ক্ষতিপূরণ হিসাবে তাঁকে ৯৯ কোটি টাকা জরিমানা দিতে হবে | গোটা ঘটনায় তাঁর পরিবার খুবই ভেঙে পড়েছে বলে জানিয়েছেন অধ্যাপিকা | এমনকি মামলা লড়ার খরচ জোগাড় করতেও অন্যদের কাছে হাত পাততে হচ্ছে তাঁকে | চাকরি চলে যাওয়ার পরে বাড়ির খরচ চালাতে হিমসিম খাচ্ছেন তিনি| অসুস্থ বাবা-মায়ের চিকিৎসাও থমকে রয়েছে | বিশ্ববিদ্যালয়ের তরফে এমন নোটিশ পাওয়ার পর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন ওই অধ্যাপিকা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *