নিজস্ব সংবাদদাতা :- একুশের ‘হাইভোল্টেজ’ নির্বাচনে একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করছে উত্তরবঙ্গ |আর তাই আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | আগামী ৪ ফেব্রুয়ারি তাঁর ফেরার কথা| প্রশাসনিক বৈঠক ছাড়াও একাধিক দলীয় সভাতেও অংশ নেওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের | মূলত দলের কর্মীদের চাঙ্গা করতেই তাঁর এই সফর বলে সূত্রের খবর | লোকসভা ভোটে খারাপ ফল | এর সঙ্গে উত্তরবঙ্গে একাধিক হেভিওয়েট নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন | সোমবার বেলা তিনটের সময়ে দমদম বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন তিনি |
তাঁর প্রথম কর্মসূচি শিলিগুড়ির বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবে যোগদান | বিধানসভা নির্বাচনের ঠিক আগেই উত্তরবঙ্গে এসে বড় কোনও চমক দিতেই পারেন মুখ্যমন্ত্রী |উত্তরকন্যায় রাত্রিযাপনের পর দ্বিতীয় দিন ফালাকাটায় গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি | গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়ে আসলে মুখ্যমন্ত্রীর চা-বলয়ে জনসংযোগ আরও বেশি পোক্ত করতে চাইছেন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা | কর্মসূচির তৃতীয় দিন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখবেন উত্তরবঙ্গবাসী | আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে সভা করবেন তিনি। আলিপুরদুয়ার, কোচবিহারের ক্ষেত্রে এই সভার গুরুত্ব অপরিসীম। বলাইবাহুল্য, নেত্রীর কাছেও তা অত্যন্ত গুরুত্বপূর্ণ|কারণ আলিপুরদুয়ারে কয়েক মাসের ব্যবধানে তিন বার করে জেলা সভাধিপতি বদল হয়েছে | অসুখ খুঁজে তার দাওয়াই দিতে মরিয়া নেত্রী।