Breaking News

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন এসএসসি কর্তা শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহাকে গ্রেফতার সিবিআই-এর!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে এসএসসি’র দুই কর্তাকে গ্রেফতার করেছে গোয়েন্দারা | বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই শান্তিপ্রসাদ সিনহা ও এসএসসি-র প্রাক্তন সচিব অশোক সাহাকে গ্রেফতার করেছে | বুধবার সকাল থেকেই শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সিনহার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা | সেখানেই দফায় দফায় জেরা করা হচ্ছিল উপদেষ্টা কমিটির দুই সদস্যকে | অভিযোগ, জেরায় একাধিক তথ্য গোপন করেন এসএসসির প্রাক্তন দুই কর্তা | এরপরই তাঁদের নিজেদের হেফাজতে নিল সিবিআই | জানা গিয়েছে, সিবিআইয়ের এফআইআরে ১ নম্বরে শান্তিপ্রসাদ সিনহা এবং ৪ নম্বরে অশোক সাহার নাম রয়েছে | সিবিআইয়ের দাবি, দুই কর্তাকে জিজ্ঞাসাবাদ করে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক তথ্য উঠে আসবে |
পার্থ চট্টোপাধ্যায় তখন রাজ্যের শিক্ষামন্ত্রী | যোগেশচন্দ্র চৌধুরী কলেজের গণিত বিভাগের শিক্ষক ছিলেন শান্তিপ্রসাদ | শোনা যায়, রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে ভাল সম্পর্ক ছিল শান্তিপ্রসাদ সিনহার | সেই সূত্র ধরে তাঁকে স্কুল সার্ভিস কমিশনের সচিব পদে নিয়োগ করা হয়|তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরিচয় ছিল | পরে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন তাঁকে স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় | ওয়াকিবহাল মহলের মতে, শান্তিপ্রসাদ শাসক দলের নেতাদের ঘনিষ্ঠ ছিলেন | আর সেই সূত্রেই তিনি রাজ্যের একাধিক কলেজের পরিচালন সমিতির দায়িত্বেও ছিলেন | পরে এসএসসি শিক্ষক নিয়োগে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে |প্রসঙ্গত, ৯৮ জনের নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির প্রাক্তন উপদেষ্টা কমিটির দিকে আঙুল উঠেছে | কমিটির প্রধান এসপি সিনহা-সহ ৫ জনকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ | এক নির্দেশে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান, “সিবিআই যদি মনে করে, তাহলে শান্তিপ্রসাদ সিনহাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক তদন্তকারীরা |” এরপর বারবার তদন্তের স্বার্থে বারবার দুই কর্তাকে জেরার জন্য ডাকা হয়েছিল | কিন্তু তাঁদের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে বারবার|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *