Breaking News

এসএসসি নিয়োগ দুর্নীতি!শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে ১৭ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ আদালতের

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- নিয়োগ দুর্নীতি মামলায় স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা এবং অশোক সাহার ১৭ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজত | বুধবার এই দুই জনকে গ্রেফতার করেছিল সিবিআই | আজ, বৃহস্পতিবার এই দু’জনকে আলিপুরের সিবিআই আদালতে পেশ করা হয় | আদালত দুই জনকেই ১৭ তারিখ পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে| প্রসঙ্গত, সিবিআইয়ের তরফে আদালতের কাছে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল | বৃহস্পতিবার আলিপুরের সিবিআই আদালতে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে পেশ করে সিবিআই | এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবী দাবি করেন, স্কুলে নিয়োগের ক্ষেত্রে ‘বৃহত্তর ষড়যন্ত্র’ হয়েছে | একইসঙ্গে সিবিআইয়ের আইনজীবী আদালতে আরও বলেন, অনেক প্রভাবশালী এই নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছে | পাশাপাশি নিয়োগে কোনও নিয়ম মানা হয়নি বলেও এদিন আদালতে সওয়াল করেন তিনি | বৃহস্পতিবার আদালতে সিবিআইয়ের তরফে আরও বলা হয়, নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোনও স্বচ্ছতা ছিল না | পাশাপাশি এটিকে বৃহত্তর ষড়যন্ত্র বলে এর সঙ্গে আর কারা জড়িত তা জানতে শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | উল্লেখ্য এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই’এর তরফে যে এফআইআর দায়ের করা হয়েছিল সেখানে শান্তিপ্রসাদ সিনহার নাম ছিল প্রথম স্থানে | চতুর্থ স্থানে নাম ছিল অশোক সাহার | সিবিআইয়ের দাবি নিয়োগ নিয়ে দুজনকেই জিজ্ঞাসাবাদ করার সময় অসঙ্গতি ধরা পড়ে তাঁদের বয়ানে | দাবি, তথ্য গোপন করছিলেন তাঁরা |সিবিআইয়ের দাবি, তথ্য গোপন করছিলেন তাঁরা |
এরপর দু’জনকেই গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *