Breaking News

২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজত অনুব্রত মণ্ডলের!এদিন অনুব্রত আদালতে ঢুকতেই ‘চোর’স্লোগানে মুখরিত আদালত চত্বর

প্রসেনজিৎ ধর :- অনুব্রত মণ্ডলকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত | বৃহস্পতিবার আসানসোল সিবিআই আদালত অনুব্রত মণ্ডলকে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে | বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ আসানসোলের সিবিআই আদালতে পেশ করা হল অনুব্রত মণ্ডলকে | তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই | আসানসোল আদালতে অনুব্রতকে পেশ করার সময় দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান সিপিএম ও বিজেপির দলীয় সমর্থেকরা | বীরভূমের তৃণমূল সভাপতিকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ চলেছে বৃহস্পতিবার | তাঁকে বোলপুর থেকে বের করে দুর্গাপুর হয়ে আসানসোল আদালতে পেশ করতে যাওয়ার পথে ‘চোর’, ‘গরু চোর’ স্লোগান তুললেন বিক্ষোভকারী | তবে আসানসোল আদালত চত্বরে দেখা গেল সবচেয়ে বড় বিক্ষোভের ছবি| হাতে জুতো নিয়ে, ‘চোর চোর’ স্লোগান তুলে অনুব্রতর গাড়ির দিকে ছুটে গেলেন বিক্ষোভকারীরা | যদিও পুলিশ কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে | আসানসোল আদালতে অনুব্রতকে পেশ করার সময় দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান সিপিআইএম ও বিজেপির সমর্থেকরা | উপস্থিত হয়েছিলেন হাজার খানেক জনতা | ভিড়ের মধ্যে থেকে ‘চোর চোর’ স্লোগান ওঠে |
সবার সামনেই মাথা নিচু করে আদালতে ঢোকেন অনুব্রত মণ্ডল | গতকাল হাজিরা এড়ানোর পর এদিন সকাল ৯টা ৪০-এ আদালতের নির্দেশনামা ও মেডিক্যাল রিপোর্ট নিয়ে বোলপুরের নীচুপট্টিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে পৌঁছে যান সিবিআই অফিসাররা | অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন সিবিআই আধিকারিকরা | বাড়ির সকলের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় | তল্লাশির পাশাপাশি, দোতলার ঘরে অনুব্রতকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই অফিসাররা | এরপর গ্রেফতার করা হয় তৃণমূল জেলা সভাপতিকে | মেডিক্যাল টেস্টের পর আজই আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হল তাঁকে |২০ অগস্ট পর্যন্ত অনুব্রতের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *