দেবরীনা মণ্ডল সাহা :- শিক্ষিকা শান্তা মণ্ডলের বদলি মামলায় সিবিআই তদন্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ | বিচারপতি রবি কিসান কপূর এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ (জলপাইগুড়ি সার্কিট) চার সপ্তাহের জন্য সিবিআই তদন্তের উপর স্থগিতাদেশ দিয়েছেন | ৪ সপ্তাহ পর এই মামলার পরবর্তী শুনানি | এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ শান্তার বদলি প্রক্রিয়ার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন | ২০১৬ সালে শিলিগুড়ি শ্রীগুরু বিদ্যালয়ের সহ-শিক্ষিকা হিসেবে যোগ দেন শান্তা মণ্ডল | ২০১৯ সালে তিনি প্রধান শিক্ষিকার পদের জন্য পরীক্ষা দেন | তিনি বীরপাড়া গার্লস স্কুলে যোগ দেওয়ার জন্য সুপারিশপত্র পান | এর এক বছরের মধ্যে তিনি শিলিগুড়ি অমিয়পাল চৌধুরী স্কুলে যোগ দেওয়ার সুপারিশ পান | তবে তিনি সেখানে যোগ দেননি| এরপর যেখানে আগে সহ-শিক্ষিকা হিসেবে ছিলেন অর্থাৎ শ্রীগুরু বিদ্যামন্দিরে যোগ দেওয়ার চেষ্টা করেন | স্কুল সার্ভিস কমিশন তাঁকে নিয়োগও করে | এরপরই ওই স্কুলের শিক্ষক প্রসূনসুন্দর তরফদার কলকাতা হাইকোর্টের প্রিন্সিপাল বেঞ্চে অভিযোগ করেন | প্রশ্ন ওঠে, কীভাবে চাকরির মেয়াদ ৫ বছর হওয়ার আগেই এতবার বদলি? কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে ছিল এই মামলার শুনানি | সেখানেই সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় | একইসঙ্গে তিনি শান্তা মণ্ডলকে নির্দেশ দিয়েছিলেন বীরপাড়া গার্লস স্কুলে যোগ দেওয়ার জন্য | কিন্তু তারপরও স্কুলে যোগ দেননি ওই শিক্ষিকা | উলটে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান শান্তা মণ্ডল | এদিকে গতকালই শিক্ষিকার বিরুদ্ধে এফআইআর করে সিবিআই | এই পরিস্থিতিতে শুক্রবার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল | সেখানে সিঙ্গল বেঞ্চের রায়ের উপর চার সপ্তাহের স্থগিতাদেশ দেওয়া হয়েছে | এ বিষয়ে শান্তা মণ্ডলের আইনজীবী বলেন, “শান্তা মণ্ডলের তরফে ও রাজ্যের হয়ে মোট দুটি আপিল করা হয়েছিল ডিভিশন বেঞ্চে | সামান্য বদলি মামলায় কেন সিবিআই তদন্তের নির্দেশ, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল | গোটা বিষয়টা পর্যবেক্ষণ করে সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়েছে |” বদলি প্রক্রিয়ার আইনি বৈধতা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এই শিক্ষিকা | শান্তার এই আবেদনের ভিত্তিতে সিবিআই তদন্তের নির্দেশকে চার সপ্তাহের জন্য স্থগিত রাখার নির্দেশ দিল উচ্চ আদালত |