Breaking News

‘দস্যু রত্নাকরের পরিবারই তার পাপের ভাগ নেয়নি, আর এ তো অনুব্রত’, অনুব্রতকে কটাক্ষ দিলীপ ঘোষের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই প্রশ্ন উঠেছে, তৃণমূল কি কেষ্টর পাশে থাকবে? এই প্রসঙ্গে দিলীপ ঘোষের দাবি, পাপের ভাগীদার কেউ হয় না | দস্যু রত্নাকরের পরিবারও তাঁর পাপের ভাগ নেয়নি বলে মন্তব্য করেছেন তিনি| শনিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ | শনিবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণ করতে আসেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ | সেখানে বিএসএফের পক্ষ থেকে হর ঘর তিরঙ্গা উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় | সেখানেই অনুব্রত মণ্ডল ইস্যুতে কড়া প্রতিক্রিয়া দেন তিনি | এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, ‘দেখুন রামায়ণে আছে, রত্নাকর যখন দস্যু ছিলেন, তখন মানুষ হত্যা করে পরিবার চালাতেন | ব্রহ্মা, বিষ্ণু তাঁকে প্রশ্ন করেছিলেন, তোমার পাপের ভাগিদার কে হবে? পরিবার কি পাপের ভাগ নেবে? পরিবার বলেছিল, আমাদের খাওয়ানোর দায়িত্ব তোমার | তোমার পাপের ভাগীদার তুমিই | তাঁর পরিবারই পাপের ভাগ নেয়নি | আর এ তো কোথাকার অনুব্রত মণ্ডল |’দিলীপ ঘোষের দাবি, অনুব্রত মণ্ডল চুরি করে বাড়ি ঘর বানিয়েছেন, সম্পত্তি বাড়িয়েছেন | তাঁর পাপের ভাগ পরিবারই নেবে না আর দল তো নেবেই না | তৃণমূল অবশ্য এখনও পর্যন্ত অনুব্রতর ব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি | দলের তরফে শুধুমাত্র বলা হয়েছে, দল কোনও দুর্নীতিকে প্রশ্রয় দেবে না | কেউ মানুষ ঠকালে, দল তাঁকে সমর্থন করবে না | দিলীপ ঘোষ এদিন আরও বলেন, ‘অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর মুখ্যমন্ত্রী মৌন হয়ে আছেন | তাঁর কথায়, ২১ জুলাই যে সব কথা বলেছিলেন, সেগুলো মানুষ ফিরিয়ে দিচ্ছেন | মুখ্যমন্ত্রী যাঁদের ওপর ভরসা করে কথাগুলো বলেছিলেন তাঁরা ডুবিয়ে দিয়েছেন বলে দাবি দিলীপের |’ তৃণমূল কংগ্রেসের একটি সংগঠন বিজেপির হেড অফিস ঘেরাও করবে | এই বিষয়টি তাঁর সামনে তুলে ধরা হয় | তখন দিলীপ ঘোষ বলেন, ‘‌ওইটুকুই করতে পারবে | সুদীপদাকে যখন নিয়ে গিয়েছিল তখন পরেশ পাল আমাদের বাড়িতে ঢিল মেরেছিল | ওদের দৌড় এইটুকুই | যারা আসছে ছেলেপুলেরা তাদেরকে বলছি চোর–ডাকাতের পিছনে যাবেন না | নিজের ভবিষ্যৎ এবং বাংলার ভবিষ্যৎ নষ্ট করবেন না | তাহলে লোকেরা আপনাকেও জুতো নিয়ে তারা করবে | সমস্ত পার্টিটা দুর্নীতিতে ছেয়ে গিয়েছে | দুর্নীতির দল হয়ে গিয়েছে তাদের কথা কে শুনবে |’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *