দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আগামী মাসেই নিউ গড়িয়া থেকে বিমানবন্দর রুটে চালু হতে পারে মেট্রোর মহড়া দৌড় | সূত্রের খবর, প্রাথমিকভাবে মহড়া দেওয়ার জন্য নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত একটি রেক চালানো হবে | চলতি বছরে শেষের দিকে এই রুটে মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের | নির্মীয়মাণ ওই মেট্রোপথের প্রথম পর্বে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত পাঁচ কিলোমিটার অংশে চলতি বছরের শেষে পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে | তবে তাৎপর্যপূর্ণভাবে জোকা-তারাতলা মেট্রোর মতো নিউ গড়িয়া-রুবি মেট্রোও চলবে কোনও সিগন্যালিং ব্যবস্থা ছাড়াই | আপাতত নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে ‘ওয়ান ট্রেন সিস্টেম’ বা একটিমাত্র ট্রেন দিয়ে পরিষেবা চালুর কথা ভাবা হয়েছে ওই রুটে পঞ্চসায়র সংলগ্ন সত্যজিৎ রায় এবং মুকুন্দপুর সংলগ্ন জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশন নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ | তবে বাকি দু’টি স্টেশন, নিউ গড়িয়া এবং কবি সুকান্তের কাজ এখনও কিছুটা বাকি | নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে রুবি পর্যন্ত ৫ কিলোমিটার অংশে কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে | কাজ শেষ করেই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চালানোর পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের | মেট্রো রেলের তরফে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, প্রথমে একটি রেক দিয়েই এই রুটে মেট্রো পরিষেবা চালু করা হবে | তবে এই রুটে যাত্রীর চাপ যথেষ্ট বেশি হতে পারে বলে মনে করছেন অনেকে | ফলে মাত্র একটি রেক চালু হলে যাত্রীরা কতটা লাভবান হবেন তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন অনেকে | নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ৫ কিলোমিটার পথে সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও এই রুটে কিছুটা কাজ বাকি রয়েছে | যা সম্পূর্ণ করার লক্ষ্যে জোরকদমে কাজ চালিয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ | জানা গিয়েছে, কবি সুকান্ত স্টেশনে এবং নিউ গড়িয়া স্টেশনে সামান্য কাজ বাকি রয়েছে | এই রুটে অভিষিক্তা মোড়ের কাছে লাইন পাতার কাজ সম্পূর্ণ হয়নি এখনও | তবে মনে করা হচ্ছে, চলতি বছরে সেপ্টেম্বর মাসের মধ্যে এই রুটে বাকি থাকা কাজগুলি শেষ হয়ে যাবে | কাজ শেষ হলে মহড়া দেওয়ার জন্য ব্যাটারি চালিত ইঞ্জিন চালানো হবে |